কলকাতা: তাঁরা দুজনেই খুব ভাল বন্ধু। বড়পর্দায় জুটি হিসেবে কাজ করেছেন আগেই, তবে এবার ছোটপর্দায় জুটি বাঁধছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) আর শুভশ্রী চক্রবর্তী (Subhasree Chakraborty)! সদ্য প্রকাশ্যে এসেছে একটি প্রোমে। আর সেখানেই দেখা যাচ্ছে, ছোটপর্দায় একসঙ্গে আসতে চলেছেন অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়! জি বাংলায় শুরু হচ্ছে 'ডান্স বাংলা ডান্স'-এর নতুন সিজন। আর সেখানেই বিচারক হিসেবে থাকতে চলেছেন অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, বিচারকের আসন সামলানোর পাশাপাশি, সঞ্চালনাও নাকি করবেন অঙ্কুশই। এর আগের সিজনে সঞ্চালকের ভূমিকাতেই দেখা গিয়েছিল অঙ্কুশকে। তবে এবার নাকি বিচারকের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। 

এই শো-এর অন্যতম চমক হতে চলেছেন কৌশানী মুখোপাধ্যায়। এর আগে কোনও বিচারকের ভূমিকায় দেখা যায়নি কৌশানীকে। তবে এবার বিচারকের ভূমিকায়  দেখা যেতে চলেছে তাঁকে। সদ্য যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, তাঁর হিট ছবির জনপ্রিয় গান, 'পিরিতি কাঁঠালের আঠা' -তেই নাচ করতে করতে মঞ্চে প্রবেশ করছেন তিনি। প্রথমে প্রলয় ও তারপরে বহুরূপী... এই দুই ছবিই বদলে দিয়েছে কৌশানীর কেরিয়ারের গতিপথ। এই দুটি ছবি ও সিরিজে অভিনয় করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কৌশানী। আর এবার, ডান্স বাংলা ডান্স-এর বিচারকের মঞ্চে দেখা যেতে চলেছে তাঁকে। 

এই শো-এর একেবারে মাথায় প্রতিবারের মতোই থাকতে চলেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সদ্য যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানের একটি ভিডিওতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকেই। তবে এই প্রোমো প্রকাশ্যে আসতেই প্রশংসার পাশাপাশি উঠে এসেছে কটাক্ষও। অনেকে লিখেছেন, 'জি বাংলার এত খারাপ দিন এল যে শুভশ্রী আর কৌশানী বিচারক'? অনেকে আবার লিখেছেন, 'একটা হিট সিনেমার একটা হিট গানে নেচেই বিচারক। এবার প্রতিযোগীদের কেমন বিচার হয় সেটাই দেখার।' তবে পাশাপাশি অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শুভশ্রী, অঙ্কুশ ও কৌশানীকে। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর ফ্যানবেস তো রয়েছেই। সব মিলিয়ে এই অনুষ্ঠান কেমন হয় এখন সেটাই দেখার।

 

আরও পড়ুন: Kiara Advani: কোলে সন্তান আসছে.. কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কিয়ারা আডবাণী!