কলকাতা: প্রাকৃতিক রোষে তছনছ উত্তরবঙ্গ। পাহাড়ের আবহাওয়ার সামান্য উন্নতি হলেও, প্রকৃতির নৈরাজ্যের ছাপ ছড়িয়ে গোটা উত্তরবঙ্গে। বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙা থেকে আরও ২ জনের দেহ উদ্ধার হয়েছে। প্রকৃতির রোষে তছনছ পাহাড়, তরাই-ডুয়ার্স। নিশ্চিহ্ন একের পর এক জনপদ, এখনও নিখোঁজ অনেকে। বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ আর পশু দেহ। পাহাড়ে আটকে রয়েছেন বহু পর্যটক, উত্তরবঙ্গজুড়ে স্বজনহারানোর কান্না আর হাহাকার। আর এই পরিস্থিতিতে, উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর বার্তা দিল টলিউড।

Continues below advertisement

উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর বার্তা সোশ্যাল মিডিয়ায় আগেই দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তবে তা নিয়ে চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। অন্যদিকে, এর আগেই, নিজ উদ্যোগে উত্তরবঙ্গের বন্যাপীড়িত অঞ্চলে ত্রাণ পাঠিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। তবে এবার, দেব এবং প্রসেনজিৎ একত্রিত হয়ে ঘোষণা করলেন, টলিউড উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে চান। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট ও করা হয়েছে।

সেই পোস্টে লেখা হয়েছে, 'উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা ইন্ডাস্ট্রি। দুর্গাপুজোয় বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে। কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।' এই পোস্টে দেওয়া রয়েছে একটি ইমেল আইডি ও। বলা হয়েছে, যাঁরা এই উদ্যোগে সামিল হতে চান, তাঁরা এই ইমেল আইডিতে যোগাযোগ করেন যেন। টলিউডের প্রায় সমস্ত কলাকুশলীদের তরফ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে এই পোস্ট। 

Continues below advertisement

জানা যাচ্ছে, ইতিমধ্যেই টলিউডের তারকা আর কলাকুশলীদের তরফে ২০ লক্ষ টাকা জোগাড় করা হয়েছে। সেই টানা নাকি তুলে দেওয়ার কথা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। 'দেবী চৌধুরানী'-র স্ক্রিনিংয়ের দিন দেব আর প্রসেনজিৎ ২ জনেই একসঙ্গে জানান, উত্তরবঙ্গের জন্য টলিউড উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে কীভাবে বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।