কলকাতা: এর আগে তাঁর পোস্ট নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর আজ.. ফের সংসদে ভাষণ দেওয়ার সময় দেব উল্লেখ করলেন, 'আজ সংসদে আমার শেষ দিন'। এই কথায় যেন ফের একবার প্রশ্ন তোলা হচ্ছে... দেব আদৌ আগামী নির্বাচনে লড়বেন তো? শোনা যাচ্ছে... আর্থিক দুর্নীতির অভিযোগের কারণেই নাকি সরকারি ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। বুধবার, অর্থাৎ গতকাল একটি ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্যে আসতে ফের চর্চায় এসেছে এই আর্থিক দুর্নীতির বিষয়টা। শঙ্কর দলুই একটি ফোনকলে দেবের নাম বলেছেন। আর আজ.. সংসদে যাবতীয় বিতর্কের সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)।


দেবের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?


যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে শোনা যাচ্ছে, 'আমি দিদিকে মানে কী বলব, এমন কথা বলেছি যে, দেব আমার কাছে, তাঁর MLA...MP LAD থেকে মানে ৩০ শতাংশ কমিশন চাইছে। দিদি বলছে, তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু...কিন্তু, এটা আমি দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তো ওকে সাপোর্ট করেছে। কেন করেছে? না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন।' এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশন বা কাটমানির কথা! যা ঘিরে শিলাবতী এখন উথাল-পাথাল! জোরালো প্রশ্ন হল, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার?  যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। অডিওটা কার? মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে?  ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, 'গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।'  এই 'উনিটা' আদতে কে ? উত্তর স্পষ্ট না মেলায়  ফের প্রশ্ন করা হয় তাঁকে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? এরপরেই রামপদ মান্না বলেন, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।'


দেবের অকপট উত্তর


আজ সংসদে, এবিপি আনন্দের পক্ষ থেকে দেবকে এই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, 'কেউ যদি প্রমাণ করতে পারে, আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয়, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রমাণ না করতে পারলে, তাঁরা কি রাজনীতি ছেড়ে দেবেন?' কাটমানি অভিযোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেব। সেইসঙ্গে তিনি আরও বলেন, 'আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমার মনে হয় না, কোনও দলে যোগ দিতে পারব', জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদের। 


 


আরও পড়ুন: Fitness Tips from Tolly Heroines: মাটন-মিষ্টি খেয়েও কীভাবে আকর্ষণীয় চেহারা? টলি নায়িকাদের ফিটনেস-ফান্ডা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।