Redmi Buds 5: রেডমি সংস্থা ঘোষণা করেছে ভারতে তাদের নতুন ইয়ারবাডস (Earbuds) লঞ্চ হবে। এবার লঞ্চ হতে চলেছে রেডমি বাডস ৫ (Redmi Buds 5)। আগামী ১২ ফেব্রুয়ারি এই ইয়ারবাডস ভারতে লঞ্চ হবে। এই ইয়ারবাডসে ৪৬ ডেসিবেলের হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও থাকতে চলেছে ১২.৪ মিলিমিটারের ড্রাইভার্স। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস হতে চলেছে। রেডমি বাডস ৪ অ্যাক্টিভ মডেলের সঙ্গে নতুন ইয়ারবাডসের ডিজাইনে অনেক মিল রয়েছে। তাই দুটো ইয়ারবাডস দেখতে অনেকটা একই ধরনের। তবে চার্জিং কেসের ডিজাইন আলাদা। ওয়ানপ্লাস বাডস প্রো ২ ইয়ারবাডসের সঙ্গে রয়েছে রেডমি বাডস ৫- এর চার্জিং কেসের ডিজাইনের মিল। কালো এবং সাদা রঙে রেডমির নতুন ইয়ারবাডস লঞ্চ হতে পারে।
টিপস্টার ঈশান আগরওয়াল দাবি করেছেন, রেডমি বাডস ৫ মডেলে তিনটি ট্রান্সপারেন্সি মোড দেখা যাবে। যদি রেডমি কর্তৃপক্ষ এই তিনটি মোড কী কী হতে চলেছে সেই সম্পর্কে কিছু ঘোষণা করেনি। তবে এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে ভিন্ন ধরনের সাউন্ড মোড থাকবে সেকথা জানিয়েছে রেডমি সংস্থা। এবার দেখে নেওয়া যাক রেডমি বাডস ৫ ইয়ারবাডসে আর কী কী ফিচার থাকতে পারে।
- ডুয়াল পেয়ারিং ফিচারের সাপোর্ট থাকতে চলেছে এই ইয়ারবাডসে। এর পাশাপাশি একবার পেয়ার হওয়া ডিভাইসের সঙ্গে পরবর্তীতে যেন দ্রুত গতিতে পেয়ারিং সম্ভব হয় সেই জন্য থাকতে পারে Google Fast Pair এই কুইক কানেক্টিং ফিচারের সাপোর্ট।
- রেডমি বাডস ৫ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে ডুয়াল মাইক্রোফোন এবং একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কল এনহ্যান্সমেন্ট ফিচার থাকতে চলেছে। এর মাধ্যমে ফোনকলে কথা শোনার সময় আরও পরিষ্কার, স্পষ্ট ভাবে শুনতে পারবেন ইউজাররা।
- একবার চার্জ দিলে রেডমির এই ইয়ারবাডসে চার্জিং কেস সমেত প্রায় ৩৮ ঘণ্টার প্লেটাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এছাড়াও ইয়ারবাডসে প্রায় ১০ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে একবার পুরো চার্জ দিলে।
ভারতে আসছে রেডমি এ৩ ফোন
রেডমি এ৩ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত ভাবে জানা গিয়েছে। রেডমি এ৩ ফোনে থাকতে চলেছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬ জিবি ইনবিল্ট র্যাম, ৬ জিবি ভার্চুয়াল র্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি। রেডমি এ৩ ফোনের ডিজাইনও প্রকাশ্যে এসেছে। ফোনের রেয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। এখানে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।