কলকাতা: একটা মাত্র ট্যুইট। তাই নিয়েই উচ্ছ্বসিত দেব-ভক্তরা। তবে কি এই শীতেই গাঁটছড়া বাঁধছেন দেব-রুক্মিণী? এই কি তবে প্রিয় তারকার বিয়ের কার্ডের পয়লা ঝলক?
নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি নিমন্ত্রণ পত্রের ছবি পোস্ট করেছেন দেব। সঙ্গে লিখেছেন, অন্য কেউ এই খবর ফাঁস করে দেওয়ার আগে নিজেই জানালেন। সবার থেকে আশীর্বাদও চেয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। দেখুন সেই ট্যুইট!



যদিও টলিগঞ্জে কান পাতলে অন্যরকম একটা জল্পনাও শোনা যাচ্ছে। কোনও ছবির প্রমোশনের জন্যও দেব এই ট্যুইট করে থাকতে পারেন। তবে সবরকম জল্পনা উষ্কে দিয়ে নিজে মুখে কুলুপ এঁটেছেন দেব। ব্যাপারটা কী, জানা যাবে শীঘ্রই, এমনটাই আশা দেব অনুরাগীদের।