মুম্বই: একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথের চেয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে অনেক এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর। ভারতের এই প্রাক্তন বাঁ হাতি ওপেনার বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটে স্টিভ স্মিথের চেয়ে অনেক ভাল ব্যাটসম্যান বিরাট কোহলি। ওদের মধ্যে কোনও তুলনাই হয় না। সাদা বলের ক্রিকেটে আমি বিরাট কোহলির সঙ্গে স্টিভ স্মিথের তুলনা করব না। ভারতের বিরুদ্ধে এই সিরিজে স্মিথ কত নম্বরে ব্যাটিং করবে, সেটা আমি দেখতে চাই। (মার্নাস) লাবুশানে তিন নম্বরে ব্যাট করবে না স্মিথ, সেটা দেখার অপেক্ষায় আছি।’

এই সিরিজে ভারতীয় পেসাররা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দেবেন বলে আশাবাদী গম্ভীর। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার সবসময় মনে হয়, ওয়াংখেড়ে বা বেঙ্গালুরুর মতো ছোট মাঠে এবং পাটা উইকেটে যখন খেলা হয়, তখন বোলারদের ভাল পারফরম্যান্স জরুরি। মহম্মদ শামি যেরকম ফর্মে আছে, তাতে ও ভারতীয় দলের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে। সাদা বলের ক্রিকেটে ও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। জসপ্রীত বুমরাহ চোট সারিয়ে দলে ফিরছে। ও দারুণ বোলার। বুমরাহ ও শামি ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে সাদা বলে পাটা উইকেটে কেমন বোলিং করে, সেটা দেখার অপেক্ষায় আছি। ওরা বেশ গতিতে বল করতে পারে। ওদের একসঙ্গে বল করতে দেখতে ভাল লাগবে।’