কলকাতা: এবার ছোটপর্দায় একসঙ্গে দেব (Dev) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। একটি প্রথম সারির চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁদের। এছাড়াও তাঁদের সঙ্গে বিচারক হিসেবে থাকবেন মনামী ঘোষ (Monami Ghosh)


ফের শুরু করে 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)-এর নতুন সিজন। গত সিজনের মতো এবারেও বিচারকের ভূমিকায় হাজির থাকছেন মনামী ঘোষ ও দেব। তবে বিচারকের আসনে নতুন সংযোজন রুক্মিণী। এই প্রথম কোনও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। 


অনুষ্ঠানে ছোটদের মেন্টর বা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় থাকছেন তৃণা সাহা (Trina Saha), দিপান্বিতা রক্ষিত (Dipannita Rakshit) ও অভিষেক বসু (Abhishek Basu)। এই অনুষ্ঠানে আগের মতোই সঞ্চালক ও সঞ্চালিকার ভূমিকায় থাকছেন লাড্ডু ও উদিতা। 


আরও পড়ুন:Tollywood Exclusive: রণবীর সারাক্ষণ কথা বলেন সেটে, রাধিকা ব্যস্ত থাকেন কাজ নিয়ে, বলিউডের গল্পে বঙ্গকন্যা


দেব আর রুক্মিণীর জুটি বড়পর্দায় বার বার দর্শকদের মুগ্ধ করেছে। আর এবার ছোটপর্দায় বিচারক হিসেবে তাঁদের বন্ধুত্ব ধরা পড়বে ক্যামেরায়। গোটা ভারত থেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছে একঝাঁক খুদে। তাদের মধ্যে থেকেই সেরাদের বেছে নেবেন এই তারকারা। 


এর আগের সিজনে 'মহাগুরু'-র আসনে ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে এই সিজনে তিনি থাকবেন কি না এই নিয়ে এখনও চ্যানেলের তরফ থেকে কিছু জানানো হয়নি।


প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন টলিউড অভিনেতা দেব। গতবছর তাঁর জন্মদিনের আগেই মুক্তি পায় 'টনিক'। যে ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন মাতিয়ে রাখে বাংলা ছবির দর্শকদের। ছবিটি শুধুমাত্র প্রশংসিতই হয়নি, তার সঙ্গে বক্স অফিসেও সাফল্য পেয়েছে। করোনা পরিস্থিতির পর সিনেমা হল খোলায় সংক্রমণের আশঙ্কায় দর্শক কতটা সিনেমা হলে আসবেন, তা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছিল। সিনেমা হলে দর্শক ফেরাতে সমর্থ হয় 'টনিক'। চলতি বছর মুক্তি পায় তাঁর ছবি 'কিশমিশ'। এই ছবিটিও বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছে, তেমনই প্রশংসিতও হয়েছে। এই ছবিতে দেব আর রুক্মিণীর রসায়ন মন কেড়েছিল দর্শকদের।