কলকাতা: রুপোলি পর্দায় হাতেখড়ি হয়েছিল পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)-এর হাত ধরে। তারপরে অবশ্য অভিনয়ের সঙ্গে যোগাযোগ ছিল না দীর্ঘদিন। রুপোলি পর্দা থেকে দূরে গিয়ে পড়াশোনায় মন দিয়েছিলেন তিনি। স্কুল পার করে বাবার ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং পরেছিলেন তিনি। কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বাড়িতে জানিয়েছিলেন, চাকরি নয়, বরং অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চান তিনি। অঙ্গনা রায় (Angana Roy)। ইতিমধ্যেই তরুণ এই অভিনেত্রী কাজ করে ফেলেছেন টলিউড থেকে শুরু করে বলিউডের তারকাদের সঙ্গেও। 


ছোটবেলার পরে ফের ' সেই যে হলুদ পাখি' (Shei Je Holud Pakhi) ওয়েব সিরিজে অভিনয় দিয়ে কাজ শুরু করেন তিনি। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন কাজ 'রক্তকরবী' (Rokto Korobi)। মিসেস আন্ডারকভার (Mrs. Undercover) মুক্তি পাবে বছরের শেষে। মুক্তির অপেক্ষায় রয়েছে 'লুকোচুরি' ছবিটিও। ইতিমধ্যে রণবীর সিংহ (Ranveer Singh) -এর সঙ্গেও কাজ করেছেন অভিনেত্রী। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভকে অঙ্গনা বলছেন, 'রণবীর খুব হাসিখুশি মানুষ, প্রচণ্ড চনমনে আর সারাক্ষণ কথা বলেন। আমি রাধিকা আপ্টে (Radhika Apte)-র সঙ্গেও কাজ করেছি। উনি ভীষণ মন দিয়ে কাজ করেন। ভ্যান থেকে নেমেই ফ্লোরে চলে যান, রিহার্সাল করেন।'


আরও পড়ুন: Dilip Kumar Death Anniversary: আর্মি ক্যান্টিনের চাকরি থেকে বলিউডের 'ট্র্যাজেডি কিং', দিলীপ কুমার সম্পর্কে কিছু তথ্য


বলিউডে বেশি কাজ করার ইচ্ছা রয়েছে নাকি টলিউডে? অঙ্গনা বলছেন, 'বাংলা আমার মাতৃভাষা। অবশ্যই বাংলায় বেশি কাজ করতে চাইব। তবে পাশাপাশি হিন্দিতেও কাজ করতে চাই।  দুটো ইন্ডাস্ট্রিতে কাজ করে শিখেছি, বড় অভিনেতারা খুব মাটির কাছাকাছি মানুষ। কোনও অহংকার নেই। বলিউডে আমার পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করার খুব ইচ্ছা রয়েছে। আর সায়নী গুপ্তা। আর টলিউডে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) -র সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর তালিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) আর সোহিনী সরকার (Sohini Sarkar) '