Dev-Rukmini: 'নবদম্পতি' দেব-রুক্মিণী? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই উপচে পড়ল শুভেচ্ছাবার্তা

Dev-Rukmini on Social Media: ছুটির দিন রাতে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীকে বধূবেশে ছবি দেখে বেশ অবাক হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। নাহ, এই ছবি তো ফটোশ্যুটের নয়।

Continues below advertisement

কলকাতা: সিঁথি ভরা সিঁদুর, বিয়ের সাজ.. সাত পাকে বাঁধা পড়লেন রুক্মিণী মৈত্র। উত্তরটা হ্যাঁ, তবে রিল লাইফে, বাস্তবে নয়। মুক্তির এক মাস পূর্ণ করল 'কিশমিশ'। আর সেই উপলক্ষ্যেই দেবের সঙ্গে পর্দায় বিয়ের ছবি শেয়ার করে নিলেন রুক্মিণী। সেই সঙ্গে দর্শকদের ধন্যবাদ জানালেন এক মাস ধরে এই ছবিকে ভালোবাসার জন্য। 

Continues below advertisement

ছুটির দিন রাতে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর বধূবেশ ছবি দেখে বেশ অবাক হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। নাহ, এই ছবি তো ফটোশ্যুটের নয়। তবে একা রুক্মিণী নন, বধূবেশে রুক্মিণীর পাশে বরবেশে দাঁড়িয়ে দেব স্বয়ং। তবে তাঁর চশমা আর চুল দেখলেই আঁচ করা যায় কিছুটা। বাকি ভ্রম কেটে যায় ক্যাপশনে। রুক্মিণী লিখেছেন, 'টিনটিন আর রোহিনীর স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাপি ওয়ান মান্থ অ্যানিভার্সারি ল্যাদেশ্বর। 'কিশমিশ' প্রেক্ষাগৃহে চলছে।'

দেব-রুক্মিণীর ছবিতে উপচে পড়ছে কমেন্ট। অনুরাগীদের আবদার, 'এভাবেই দেখতে চাই'। অনেকে আবার বিয়ের ছবিকে সত্যি ভেবে নিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন 'নবদম্পতি'-কে। 

আরও পড়ুন: Rudrajit-Promita: সপ্তাহের শুরুতে ময়দানে শরীরচর্চা, 'ফিটনেস গোল' দিচ্ছেন পর্দার রঙ্গন-শিঞ্জিনী

গতকালই সোশ্যাল মিডিয়ায় 'কিশমিশ'-এর কিছু মজার কোলাজ শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে কখনও সংলাপ ভুলে যাচ্ছেন রুক্মিণী (Rukmini Maitra), কখনও আবার অঞ্জনা বসু অর্থাৎ অনস্ক্রিন মায়ের সামনে বিয়ের প্রস্তাব রাখতে গিয়ে রোহিনীর নাম ভুলে যাচ্ছেন টিনটিন স্বয়ং। কোলাজে ধরা পড়ল পরিচালক থেকে শুরু করে ক্যামেরার কাজের বিভিন্ন ভিডিও। 

সেখানেই ধরা পড়ল এক মজার মুহূর্ত। দেখা যাচ্ছে, অবশেষে মায়ের সামনে গিয়ে সাহস করে বললেন, 'মা আমি বিয়ে করতে চাই..'। তারপরেই ক্যামেরার দিকে তাকিয়ে প্রশ্ন, 'মেয়েটার নামটা কী যেন?' হেসে উঠল গোটা ইউনিট। বিয়ের কথা বলতে গিয়ে কনের নামই ভুলে গেলেন দেব? সোশ্যাল মিডিয়ায় 'কিশমিশ'-এর (Kishmish) এমনই অফস্ক্রিন মজার কোলাজ শেয়ার করে নিলেন দেব (Dev) স্বয়ং।

সাফল্যের মুখ দেখেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি। দেব-রুক্মণী জুটির এই ছবি মন ছুঁয়েছে দর্শকদের। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর বিপরীতে রোহিনীর চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র।  এছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মাল্য।

Continues below advertisement
Sponsored Links by Taboola