কলকাতা: জুটিতে শরীরচর্চা। পর্দায় তাঁদের প্রেম যতই ওঠাপড়ার মধ্যে দিয়ে যাক না কেন, বাস্তবে কিন্তু তাঁদের প্রেমে ভাটা পড়েনি কখনও। শিঞ্জিনীকে (Sinjini) বাস্তবে কখনোই ছেড়ে যেতে চান না রঙ্গন (Rangan)। সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় জুগলে শরীরচর্চার ভিডিও আপলোড করলেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajeet Mukherjee) ও প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty)।
আপাতত 'পিলু' ধারাবাহিকে অভিনয় করছেন রিয়েল লাইফ জুটি রুদ্রজিৎ ও প্রমিতা। আজ সকালে সবুজ ময়দান থেকে শরীরচর্চার ছবি ভাগ করে নেন এই জুটি। সঙ্গে ক্যাপশনে লেখেন, মনডে মোটিভেশন (Monday Motivation)। ছবিতে দেখা যায় কালো-নীল পোশাকে শরীরচর্চা করছেন রুদ্রজিৎ-প্রমিতা।
এখন প্রেম নয়, আইনি বিয়ে সেরে ফেলেছেন এই জুটি। ধারাবাহিক 'সাত ভাই চম্পা' থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছিল। আর এবার, বিয়ের পর ফের জুটি বাঁধছেন তাঁরা। পর্দায় প্রমিতার নাম শিঞ্জিনী আর রুদ্রজিৎ রঙ্গন। এর আগে আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করতেন তাঁরা। রুদ্রজিৎ-কে দেখা গিয়েছিল জীবন সাথী ধারাবাহিকে। অন্যদিকে 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে অভিনয় করতেন প্রমিতা। দুই ধারাবাহিকই এখন শেষ। এখন এক ধারাবাহিকেই দেখা যাচ্ছে দুজনকে। বেশ জনপ্রিয়ও হয়েছে শিঞ্জিনি আর রঙ্গনের জুটি।
আরও পড়ুন: Niharika First Look: ইন্দ্রাশীষের 'নীহারিকা'-র গল্প বলবেন শিলাজিৎ-অনুরাধা-মল্লিকা
সদ্য আইনি বিয়ের বর্ষপূর্তি করেছেন এই জুটি। কলকাতার বুকেই সংসার পেতেছেন তাঁরা। তবে এখনও সামাজিক বিয়ে সারেননি এই জুটি। তার জন্য আলাদা পরিকল্পনা রয়েছে অবশ্যই। বিবাহবার্ষিকীর দিন এবিপি লাইভকে রুদ্রজিৎ প্রমিতা জানিয়েছিলেন, বিবাহবার্ষিকীর সেরা উপহার রিল লাইফ রোম্যান্স করার সুযোগ। কারণ ছোটপর্দায় রিয়েল লাইফ জুটিকে রিল লাইফে দেখার সুযোগ বড় একটা হয় না। সেইটাই হয়েছে 'রুমিতা' জুটির। সব মিলিয়ে এখন দিব্যি সময় কাটছে এই জুচির। পুজো থেকে শুরু করে জন্মদিন উৎযাপন, সবকিছুতেই বেঁধে বেঁধে থাকেন রুদ্রজিৎ প্রমিতা। বাদ যায় না তাঁদের পরিবারেও। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন বলে হামেশাই পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা।