কলকাতা: 'আড্ডাটাইমস' (Addatimes) ওয়েব প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ 'জুলি' (Julie)। মুখ্যচরিত্রে থাকছেন পাওলি দাম (Paoli Dam)। এই গল্প নিষিদ্ধ এলাকা থেকে উঠে আসা এক মহিলার যার যাত্রা গিয়ে শেষ হয়েছে রাজনীতির ময়দানে। অরিত্র সেনের পরিচালিত এই সিরিজে পাওলিকে দেখা যাবে একজন রাজনীতিবিদের চরিত্রে। তবে একেবারে প্রথম থেকে রাজনীতিবিদ নয়, পাওলির চরিত্রটার মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। এই সিরিজের অন্যান্য চরিত্রে দেখা যাবে, গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), শ্রুতি দাস (Shruti Das), কৌশিক সেন (Kaushik Sen) ও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoy Prasad Chatterjee)। ভালবাসা, বিচ্ছেদ, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা উঠে আসবে 'জুলি' ওয়েব সিরিজে। রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ বলবে সাহসের গল্প, উত্থানের গল্প। গোটা গল্পের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। রাজনৈতিক দ্বৈরথ, লিঙ্গবৈষম্য, ক্ষমতার গল্প বলবে এই সিরিজ।
অভিনেত্রীর সিরিজের দুটি লুক প্রকাশ্যে এসেছে। একটি লুকে একজন বারবনিতার চরিত্রে দেখা যাচ্ছে পাওলিকে, অন্যদিকে তাঁকে দেখা যাচ্ছে একজন রাজনীতিবিদের চরিত্রে। জুলি কি পারবে একেবারে প্রান্তিক জায়গা থেকে উঠে এসে রাজনীতির ময়দানে নিজের জায়গা করে নিতে? কী কী পরিস্থিতির মধ্যে পড়তে হবে তাঁকে? উচ্চাকাঙ্খার পথে হাঁটতে গিয়ে জুলিকে কী কী স্বার্থত্যাগ করতে হবে? জুলি কী সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে সাফল্যের পথ দেখতে পাবে নাকি নিজেই শিকার হবে সেই ষড়যন্ত্রের? সেই উত্তর মিলবে ওয়েব সিরিজে।
এই ওয়েব সিরিজের লুক প্রকাশ্যে এসেছে। এই সিরিজটি নিয়ে অরিত্র বলছেন, 'জুলির চরিত্রটা যখন আস্তে আস্তে গঠন করছি, তখনই আমার মাথায় প্রথম আসে পাওলির কথা। এর আগে কালী ওয়েব সিরিজের সঙ্গে কাজ করেছি পাওলির সঙ্গে। জুলি এমন একটা চরিত্র, যাতে দুর্দান্ত একটা পারফরম্যান্সের দরকার ছিল। জুলি এমন একটা চরিত্র যে নিষিদ্ধ পল্লী থেকে বেরিয়ে একটা সাধারণ জীবনে প্রবেশ করেছে শুধুমাত্র নিজের মেধার জোরেই। রাজনীতির মধ্যে যে বদ্ধ ধ্যানধারণাগুলি রয়েছে, সেগুলোকে চ্যালেঞ্জ করে 'জুলি'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।