কলকাতা: 'আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে... রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরেই..'। তাঁর বলা এই ২টো লাইনেই হাততালির ঝড় মঞ্চে। এক মুহূর্তের জন্য থেমে গেলেন তিনি। হাসলেন। তারপরে বলতে শুরু করলেন ফের। 


আজ, আরামবাগের প্রশাসনিক সভা থেকে যেমন একদিনে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন, তেমনই বুঝিয়ে দিলেন, ফের একবার ঘাটালের মুখ তিনিই। ঘাটালের মানুষদের উন্নয়নের স্বার্থে। দেব (Dev)। যাঁর অনুরাগী রয়েছে বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক দুনিয়াতেও, আজ তাঁকে যেন ফের একবার পুরনো ছন্দে দেখল অনুরাগীরা। আর সেখানেই অভিমানের মেঘ সরিয়ে দেবের মুখে শোনা গেল ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা। 


আজ মঞ্চে দাঁড়িয়ে দেব বলেন, 'আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওঁর ফ্যান। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার ১০ বছরের লড়াই আর ঘাটালের মানুষদের ৭০-৭৫ বছরের লড়াই, স্বাধীনতার আগে থেকে যে লড়াই .. তার স্বার্থেই আমি ফের ঘাটাল থেকে লড়ব। সেই লড়াইয়ের নাম ঘাটাল মাস্টারপ্ল্যান। আমি জানি না ২০২৪ সালে কে জিতবে কে হারবে। আমি কেবল এটুকু চাইব, ঘাটাল মাস্টারপ্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। দিদিকে বলব, রাজ্য সরকারের হাত ধরে যেন ঘাটাল মাস্টারপ্ল্যানটা হয় এটুকুই আবেদন।'


গতকাল নিজের ছবির ৫০ দিন পূর্তির উদযাপনেও দেবের গলায় উঠে এসেছিল রাজনীতির কথা। রবিবার দেব বলেন,  'অভিষেক আর দিদি আমায় এমন একটা প্রস্তাব দেন যার ফলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে দু-বার ভাবি। ঘাটালের মানুষের জন্য, তাদের স্বপ্নপূরণ কথার জন্য আমায় এমন কিছু কথা ওঁরা বললেন, যার জন্য আমার মনে হল, এটার জন্য আমি চিরকাল রাজনীতি করতে চাই। ঘাটালে ৭০ বছরের স্বপ্ন রাজ্যসরকারের হাত ধরে, দিদির হাত ধরে হয়তো পূরণ হতে চলেছে। ঘাটাল মাস্টারপ্ল্যান যে কতটা জরুরি সেটা কলকাতায় থেকে মানুষ হয়তো বুঝবেন না। আমার শেষ বক্তব্যেও ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ছিল। সেই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল। আশা করি সামনের টার্মে ঘাটাল মাস্টারপ্ল্যানটা সম্ভব হতে পারে। সেটা পূরণ করার জন্যই আবার ঘাটাল থেকে দাঁড়াব। কেন্দ্রীয় সরকার করলে, সেটাও খুব ভাল।'


আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: প্রপোজ করতে ভয় পেত ছেলেরা, 'ম্যাম' ডাক শুনে মনখারাপ হত রুক্মিণীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।