কলকাতা: দলে নিজের মতামত নিয়ে সবসময় স্পষ্ট থেকেছেন তিনি। মতভেদ নিয়েও। রাজনীতির সামলেছেন, পাশাপাশি চুটিয়ে কাজও করে গিয়েছেন। আজ নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট মতপ্রকাশ করেন দেব। সেইসঙ্গে দেবের কথায় উঠে আসে বিরোধী রাজনৈতিক সৌজন্যের কথাও।
দেব দোষারোপের রাজনীতিতে বিশ্বাস করেন না, এই কথা বারে বারেই বলে গিয়েছেন তিনি। এদিন দেব বলেন, '২০১৪ সালের প্রথম দিন, রাজনীতিতে যখন দাঁড়িয়েছিলাম, সন্তোষ রানার বাড়ি গিয়েছিলাম। প্রতিদ্বন্দ্বিতা করতে নয়, আশীর্বাদ নিতে। মিঠুনদা আমার বাবার মতোই। মিঠুনদা যে দলেই থাকুন না কেন, ওঁর জন্য আমি দলের সঙ্গে লড়াই করেছি। কাল আমি মিটিং করেও মিঠুনদার সঙ্গে গিয়েছি। মিটিং না থাকলেও আমি ওই সময়ে মিঠুনদার কাছে থাকতাম। আমার সঙ্গে রুডি (রুদ্রনীল সেনগুপ্ত), লকেটদি (লকেট চট্টোপাধ্যায়), অগ্নিমিত্রাদি (অগ্নিমিত্রা পল)-এর সম্পর্কও খুব ভাল। আমার কাছে কর্তব্য আর রাজনীতি আলাদা। ১০ বছরের রাজনীতির মধ্যে দল কোনোদিন আসেনি। যদি কোনোদিন আসে, দল জানে, গোটা বাংলা জানে দেব কি বলতে পারে। রইল ঝোলা, চলল ভোলা বলার সাহস দেবের আছে।'
এদিন কেবল রাজনীতি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি সিনেমা নিয়েও আলোচনা করেন দেব। অভিনেতা বলছেন, 'দিদি বললেন আমার ছবিগুলো খুব ভাল লেগেছে। উনি শেষ টনিক ছবিটা দেখেছিলেন। খুব ভাল লেগেছে বলে আমায় জানিয়েওছিলেন। আজ প্রশ্ন করলেন, প্রধান কবে টলিভিশনে আসবে। আমি ওঁকে বলেছি, যবে আসবে জানিয়ে দেব।'
এদিন সন্দেশখালি প্রসঙ্গেও মুখ খোলেন দেব। তিনি বলেন, 'যে দলেরই সরকার হোক না কেন, তাঁর একমাত্র লক্ষ্য হওয়া উচিত মানুষকে ভাল রাখা। আমি এটুকুই বলব যে সন্দেশখালিতে শান্তি ফিরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হোক। আর দোষীরা শাস্তি পাক। এর মধ্যে কোনও দ্বিতীয় বিচার নেই।'
এদিন নিজের রাজনৈতিক অবস্থান ফের একবার দ্বর্থ্যহীন ভাষার স্পষ্ট করে দেন দেব। জানান, তিনি লড়বেন আগামী লোকসভা নির্বাচনে। সেই সঙ্গে তাঁর কথায় উঠে আসে দুর্নীতির কথাও। এদিন দেব বলেন, 'আমায় জড়িয়ে দুর্নীতির কথা যে কেউ বলতেই পারেন। তবে আমি ইতিমধ্যেই তো তার উত্তর দিয়েছি। এখানে সমস্ত তদন্ত আধিকারীকরা আছেন। প্রমাণ দেখান। আমি ৩ বছর ধরে একই কথা বলছি। যারা চোর নয়, তাদেরকে প্রমাণ দিতে হয় তারা চোর নয় কেন। অথচ যাঁরা চুরি করছেন, দলবদল করছেন, ক্যামেরায় ধরা পড়ছেন, তাঁদেরকে কিছু প্রমাণ দিতে হয় না।
আরও পড়ুন: Dev on Politics: কাউকে রেফার করিনি কখনও, দলের সাংগঠনিক কাজে নাক গলাই না: দেব