কলকাতা: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) অভিনীত 'পারিয়া' (Pariah)। ৯ ফেব্রুয়ারি মুক্তির পর, আজ রবিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বাংলা ইন্ডাস্ট্রির অপর অভিনেতা রণজয় বিষ্ণু (Ranajoy)। ছবিটি কেমন লেগেছে তাঁর? ভাল মন্দ মিশিয়ে জানালেন অভিনেতা।
কেমন হয়েছে 'পারিয়া'? কী বললেন রণজয়?
রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেন রণজয়। 'পারিয়া' দেখে কেমন লেগেছে তাঁর? ভাল মন্দ মিশিয়ে দিলেন রিভিউ। প্রথমেই তাঁকে বলতে শোনা গেল, 'ছবিটি প্রেক্ষাগৃহে দেখুন। কবে ওটিটি বা টিভি চ্যানেলে আসবে তার জন্য অপেক্ষা করে থাকবেন না। কারণ তাহলে ওই মজাটা পাবেন না। প্রথমে একটা কথা পরিষ্কার করে দিই যে আমি ছবিটায় অভিনয় করিনি। অনেকে মেসেজ করেছেন, কারণ আমি একটা পোস্ট করেছিলাম। এই ছবিটি নিয়ে কয়েকটা কথা বলব যা আমার দর্শক হিসেবে মনে হয়েছে সেটুকুই।'
এরপর ভূয়সী প্রশংসায় ভরালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। রণজয় বলে চলেন, 'প্রথম কথা হচ্ছে ইন্ডাস্ট্রি একজন নতুন তারকা পেল, তিনি হলেন বিক্রম চট্টোপাধ্যায়। তোমাকে বড়পর্দায় দেখা যে কী আনন্দের। বিক্রমকে আমরা চিরকাল যেভাবে দেখে এসেছি, রোম্যান্টিক হিরো, প্রেমিক মানুষ, সেখান থেকে বিক্রম, সেখান থেকে ও নিজেকে পুরো বদলেছে। যে চেহারাটা ও বানিয়েছে সেটা এই সিনেমার জন্য যথাযথ। কারণ ছবির গল্প যেভাবে তৈরি হয়েছে তার জন্য এই চেহারাটা দরকার ছিল। এবং আমি যেহেতু ১৭-১৮ বছর ধরে ফিজিক কনশাস একজন মানুষ, তাই আমি জানি এই চেহারাটা করতে কতটা কষ্ট হয়। পুরো ছবিতে বিক্রমের খুব সংলাপ আছে, যা আমি বহুদিন পর দেখলাম, যে এমন একটি ছবি যেখানে হিরোর মুখে সংলাপ কম। এটা দুর্দান্ত! কম কথার প্রভাব অনেক বেশি বলে আমি মনে করি।'
তিনি আরও বলেন, 'দ্বিতীয়ত, তথাগত মুখোপাধ্যায়। তাঁর সম্পর্কে বলতে শুরু করলে শেষ হবে না। তথা দা যবে থেকে চিত্রনাট্য লিখছেন তবে থেকে আমি জানি। আমি দেখেছি কীভাবে ধীরে ধীরে অল্প অল্প মাটি দিয়ে একটা প্রতিমা তৈরির প্রচেষ্টা হয়েছে, এবং সেটা যে কী অপরূপ হয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কনসেপ্ট নিয়ে ছবি আগে হয়নি, এবং সেটাকে যতটা বাস্তব সম্মত দেখানো হয়েছে সেটাও আগে হয়নি। ওঁর কাজের আমি ভক্ত। বাংলা ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক স্তরে যে কয়েকজন নিয়ে যেতে পারে বলে মনে করি তাঁদের অন্যতম তথাগত মুখোপাধ্যায়। তিনি সেটা আবারও 'পারিয়া'য় প্রমাণ করেছেন।'
রণজয়ের কথায়, 'রাস্তার কুকুরদের ধরে নিয়ে ছবি তৈরি হয়েছে বলে মনে হলেও এর যে পরতে পরতে চিত্রনাট্যের মোচড় রয়েছে, তাতে যদি কুকুরদের রূপক হিসেবেও ধরি, তাতেও মানুষের খারাপ এবং ভাল স্বার্থের মতো বদলে যাওয়া, মানুষের অন্দরের হিংসাত্মক প্রবণতা বেরিয়ে আসা, এবং এক খল চরিত্রের মুখে যেমন দার্শনিক সংলাপ রয়েছে, তা খুবই অনুপ্রেরণাদায়ক। সৌম্য একজন অত্যন্ত ভাল অভিনেতা। অম্বরীশ অপূর্ব কাজ করেছেন। তাঁকে নতুনভাবে পাওয়া গিয়েছে ছবিতে। দেখে খুব খুশি হয়েছি। শ্রীলেখা দির চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, যাঁর মাধ্যমে গোটা সমাজ প্রতিফলিত হয়। উনিও দুর্দান্ত।' একইসঙ্গে তিনি প্রশংসা করেছেন দেবাশিস, অঙ্গনা রায়ের।
সবশেষে তাঁকে বলতে শোনা গেল, 'এই ছবি দেখে বেরোলে আপনাকে ভাবাবে। এছাড়া কমার্শিয়াল হলেও, বিষয় নির্ভর ছবি।' তার মাঝেও তিনি টানলেন 'অ্যানিম্যাল' প্রসঙ্গ। তাঁর কথায়, 'এই ছবি প্রচুর ভায়োলেন্স রয়েছে, নৃশংসতা আছে। যদি আমাদের 'অ্যানিম্যাল'-এর ওই ভায়োলেন্স দেখে ভাল লাগে, সেখানে এই ভাল উদ্দেশ্য নিয়ে তৈরি ছবির হিংস্রতা খারাপ লাগার কথা নয়। যত্ন নিয়ে বানানো হয়েছে ছবিটা।'
তবে শুধু ভাল বলেছেন তা নয়। ছবি দেখে কিছু জিনিস তাঁর মনে ধরেনি, রণজয়ের মনে হয়েছে সেগুলি ঠিক করা উচিত। তাঁর কথায়, 'কিছু মারপিটের দৃশ্য আমার মনে হয়েছে অতিরঞ্জিত হয়েছে, সেটা কমালে ভাল হত। আশা করছি আরও ছোট ছোট কিছু খুঁত আগামী ছবিতে তথাগত মুখোপাধ্যায় ঠিক করে নেবেন। শেষ কিছু বছরের মেনস্ট্রিম বাংলা ছবির কথা বললে, এই ছবি সবগুলোকে ছাপিয়ে গিয়েছে।' প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে 'পারিয়া'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।