কলকাতা: এর আগে, সেট থেকে কোনও ছবি শেয়ার করে নেননি তিনি। শ্যুটিং শুরু হয়েছিল কয়েকদিন আগেই। অবশেষে, খাদানে শুরু হল 'খাদান' (Khadaan)-এর শ্যুটিং। আসানসোল থেকে ছবি শেয়ার করে নিলেন অভিনেতা দেব (Dev)। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া খুললেই এখন জামনগরের (Jamnagar) ছবি ভিডিওর বন্যা। দেশের তো বটেই বিদেশেরও একাধিক নামী ব্যক্তিত্ব তিন দিন ধরে রীতিমতো হুল্লোড়ে মাতলেন ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানে। কখনও রিহানার সঙ্গে জাহ্নবী কপূরের নাচ তো কখনও তিন খানের পারফর্ম্যান্স। তবে এরই মধ্যে নজর কাড়ল আরও একটি ভিডিও। বাবা-মায়ের মাঝে বসে আনন্দ উৎসবে গা ভাসাতে দেখা গেল আরাধ্যা বচ্চনকে (Aaradhya Bachchan)। তবে তাঁর ওপর দর্শকের চোখ আটকাল, নয়া লুকের জন্য। কেমন লাগছে তাঁকে? আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
আসানসোলের 'খাদান'-এ দেব, লুক বদলে অভিনেতাকে চেনাই দায়!
এর আগে, সেট থেকে কোনও ছবি শেয়ার করে নেননি তিনি। শ্যুটিং শুরু হয়েছিল কয়েকদিন আগেই। অবশেষে, খাদানে শুরু হল 'খাদান' (Khadaan)-এর শ্যুটিং। আসানসোল থেকে ছবি শেয়ার করে নিলেন অভিনেতা দেব (Dev)। এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে যথেষ্ট। কেবল দেব নন, এই ছবিতে রয়েছেন একাধিক স্টারকাস্ট। আর তাদের মধ্যে অন্যতম হলেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। এই ছবির নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল (Idhika Paul)। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, তাঁর মুখ ভরা দাড়ি, চোখে চশমা। মাথার লম্বা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমেছে। এই ছবিটি পোস্ট করে দেব লিখেছেন, 'হ্যালো আসানসোল.. অবশেষে 'খাদান'-এ। এই লেখার সঙ্গে তিনি যোগ করে নিয়েছেন হ্যাশট্যাগ 'খাদান' কথাটিও। এর আগে, খাদানের শ্যুটিং শুরু হওয়ার কয়েকদিন পরেই দেবকে দিল্লিতে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে। নির্দিষ্ট দিনে গিয়েওছিলেন দেব। সেই সমস্ত কাজ মিটিয়ে অবশেষে ফের আসানসোলে শ্যুটিং শুরু করলেন দেব।
অভিষেক-ঐশ্বর্যার মাঝে নয়া লুকে কিশোরী আরাধ্যা, তারকা-কন্যার ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া খুললেই এখন জামনগরের (Jamnagar) ছবি ভিডিওর বন্যা। দেশের তো বটেই বিদেশেরও একাধিক নামী ব্যক্তিত্ব তিন দিন ধরে রীতিমতো হুল্লোড়ে মাতলেন ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানে। কখনও রিহানার সঙ্গে জাহ্নবী কপূরের নাচ তো কখনও তিন খানের পারফর্ম্যান্স। তবে এরই মধ্যে নজর কাড়ল আরও একটি ভিডিও। বাবা-মায়ের মাঝে বসে আনন্দ উৎসবে গা ভাসাতে দেখা গেল আরাধ্যা বচ্চনকে (Aaradhya Bachchan)। তবে তাঁর ওপর দর্শকের চোখ আটকাল, নয়া লুকের জন্য। কেমন লাগছে তাঁকে? আরাধ্যা বচ্চন। অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মেয়ে, অমিতাভ বচ্চনের নাতনি, ফলে ছোট থেকেই তার ওপর নজর থেকেছে সকলের। একাধিকবার মিডিয়া বা পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন আরাধ্যা। তবে এতদিন তাঁকে একটি নির্দিষ্ট লুকেই দেখা গিয়েছিল। সামনের চুলগুলো ছোট করে কেটে কপালের ওপর থাকত, বাকি ঘাড় পর্যন্ত লম্বা চুল। কিন্তু এবার জামনগরে প্রাক বিবাহ অনুষ্ঠানের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে নয়া লুকে দেখা গেল আরাধ্যাকে। হঠাৎ দেখলে চেনা দায়! কিশোরী আরাধ্যা এবার তাঁর সামনের ছোট চুল বড় করে ফেলেছেন, নতুন লুকে দেখা গেল তাঁকে। মাঝখানে সিঁথি করা, লম্বা স্ট্রেট, সাধারণ হেয়ারস্টাইলেই দেখা গেল আরাধ্যাকে। কপালের অংশটা অন্য সময়ের থেকে বেশি দেখা যাচ্ছে এবার। পরনে ছিল সাবেকি লেহঙ্গা। মা ও বাবার মাঝে বসে ঢাকের তালে মাততে দেখা গেল তাঁকে। অনেকেই বলছেন অনেকটাই বড় হয়ে গেছেন আরাধ্যা, ফলে বদলাচ্ছে তাঁর সাজ, হঠাৎ চেনাও যাচ্ছে না তাঁকে। এই বছরের নভেম্বর মাসে ১৩ পূর্ণ করবেন আরাধ্যা।
আরও পড়ুন: Shruti Das: 'পাঁচ বছরের জন্মদিন' শ্রুতির, ত্রিনয়নীর সফর ফিরে দেখলেন অভিনেত্রী