কলকাতা: তাঁর সরকারি পদ ছাড়া নিয়ে যখন জল্পনা তুঙ্গে.. তখন অন্য কাজে ব্যস্ত সাংসদ অভিনেতা দেব (Dev)। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবি 'টেক্কা' (Tekka)-র প্রথম শিডিউলের কাজ শেষ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন, শ্যুটিং শেষের সেই ছবি। তবে রাজনীতি নিয়ে, সরকারি পদ ছাড়া নিয়ে মুখে কুলুপ দেবের। 


সদ্য প্রকাশ্যে আসে, দেবের ৩টি সরকারি পদ থেকে ইস্তফা দেওয়ার খবর। রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়েন দেব। তবে কেবলমাত্র ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন দেব। কেন তিনি এই পদ ছাড়লেন, সেই নিয়ে মুখ খোলেননি অভিনেতা-সাংসদ। তবে দেব মুখ না খুললেও এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০১৪ এবং ২০১৯ সালে ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দুবার জিতেছেন দেব। দলেও তাঁর ভাবমূর্তি বেশ ভাল। তবে হঠাৎ কী হল তাঁর? 


নাহ.. উত্তর মেলেনি দেবের তরফে। বরং আজ, সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ছবি 'টেক্কা'-র শ্যুটিংয়ের আপডেট জানালেন তিনি। সঙ্গে জানালেন, পুজোয় আসছে সৃজিতের নতুন ছবি, 'টেক্কা'। এই ছবিতে দেব ছাড়াও দেখা যাবে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy)। 


দেব যে ছবি পোস্ট করেছেন, সেখানে শ্যুটিংয়ের লুকেই দেখা যাচ্ছে দেব-রুক্মিণীকে। এলোমেলো চুল দাড়ির মধ্যেও দেবের শেয়ার করা ছবিতে উজ্জ্বল দেবের হাসি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। তবে রাজনীতি, পদত্যাগ... সেই সমস্ত কিছু যে ইচ্ছা করেই এড়িয়ে গেলেন দেব। তার পিছনে কি রয়েছে অন্য কোনও কারণ? নাকি অন্য কোনও কারণেই ৩টি পদ ছেড়েছেন দেব... সেই উত্তর জানেন কেবল দেবই। 


 






আরও পড়ুন: Abhishek-Aishwarya: বিচ্ছেদের গুঞ্জন, আলাদা থাকছেন.. তবু জন্মদিনে অভিষেকের জন্য বিশেষ বার্তা ঐশ্বর্য্যের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।