কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হওয়ার পরের একের পর এক ব্যাতিক্রমী খবর প্রকাশ্যে আসছে। এর মধ্যে কোভিডে আক্রান্ত হওয়ার পর, চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালে মাধ্যমিক (Madhyamik 2024) পরীক্ষা দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ইচ্ছেশক্তির থেকে বড় কিছু নেই, তা এদিন ফের প্রমাণ দিল পূর্ব বর্ধমান জেলা (East Burdwan )। সাপের কামড় খাওয়ার পরেও হাসপাতালের বেডেই বসেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী। আচমকাই গভীর রাতে সাপে কামড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীকে। এরপরে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর প্রবল মনোবলের পরিচয় দিয়ে হাসপাতালের বেডেই বসেই পরীক্ষা দিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে (Hospital)।


সাপের কামড়ের পরেও হাসপাতালে বসেই মাধ্যমিক দিল পরীক্ষার্থী


হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাতারের বালসিডাঙ্গা এলাকার বাসিন্দা ভাতার বয়েজ স্কুলের ছাত্র অর্জুন মাঝিকে গতকাল গভীর রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বাঁ-পায়ে সাপে কামড়ায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে পরীক্ষা দেওয়ার কথা জানালে স্কুলের সাথে যোগাযোগ করা হয়। এবং ওই পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হয়।হাসপাতালের বেডেই বসে সে ইতিহাস পরীক্ষা দেয়।


ইচ্ছাশক্তির জয়


অপরদিকে, ইচ্ছে থাকলেও যে কোনও বাধা পার করা যায়, আরও একবার জ্বলজ্যান্ত প্রমাণ উঠে এল চলতি বছরের মাধ্যমিকে (Madhyamik Exam 2024)। জেলা পূর্ব মেদিনীপুর (East Midnapore)। একদিকে মহিষাদলে (Mahishadal) কোভিডকে কার্যতই বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিলেন এক করোনা পজিটিভ ছাত্র (Corona positive Student)। একই দিনে প্রকাশ্যে এল আরও একটি গর্ব করার মতো ছবি এই জেলার নন্দীগ্রাম (Nandigram) এলাকায়। 


পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ


পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।রইল পর্ষদের কন্ট্রোল রুমের নাম্বার ও যোগাযোগের ই-মেল আইডি। পর্ষদের পরীক্ষা বিভাদের সঙ্গে যোগাযেগের ই-মেল আইডি হল examwbbse@gmail.com প্রয়োজনে যোগাযোগ করা যাবে পর্ষদের কন্ট্রোল রুমে। নম্বরগুলি হল, 033-2359-2277, 2321-3844 । উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর হল 9147135748. পাশাপাশি, বর্ধমান আঞ্চলিক অফিস 9147135747। এবং মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর হল9147135752


আরও পড়ুন, হাওড়া-ভোপাল এক্সপ্রেসের বগির নীচে আচমকা ধোঁয়া ! হল্ট স্টেশনে দাঁড়াল ট্রেন


অন্যদিকে, মাধ্যমিক শেষ হলেই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চমাধ্যমিক দেবে প্রায় ৮ লক্ষ পড়ুয়া।এতদিন উচ্চমাধ্যমিক শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়।১৯৮৮ সাল থেকে বেলা ১২টায় চালু হয় মাধ্যমিক পরীক্ষা। তার আগে সকাল ১০টা থেকে শুরু হত পরীক্ষা। ৩৫ বছর পর পরীক্ষার ফিরল সকালে।