কলকাতা: ইতিমধ্য়েই শুরু হয়েছে 'প্রধান' (Pradhan Film) ছবির শুটিং। এই ছবিতে দেবকে (Dev) দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। আর এই ছবির শ্য়ুটিং-এর মাঝেই মায়ের সঙ্গে ফ্রেমবন্দি হলেন টলিপাড়ার এই অভিনেতা।
ইন্সটাগ্রামে তিনটি ছবি পোস্ট করে অভিনেতা লিখলেন 'In between shooting some Family Time' অর্থাৎ শ্যুটিং-এর মধ্য়েই পরিবারের সঙ্গে খানিক ভাল সময়। ছবি দেখেই বোঝা যাচ্ছে মায়ের সঙ্গে বেশ ভালই সময় কাটাচ্ছেন অভিনেতা।
উল্লেখ্য়, এই ছবির হাত ধরেই বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দেব ও সৌমিতৃষা কুণ্ডু। সম্প্রতি শ্য়ুটিং শুরুর একটি ছবি পোস্ট করে দেব লিখেছিলেন,'যদি সব ঠিকঠাক ভাবে যায়... তাহলে দেখা হচ্ছে এই বড়দিনে।'
এই ছবির জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন প্রথম পোস্টার প্রকাশ্যে আসে। তা দেখেই স্পষ্ট ছবিতে দেবের নাম দীপক প্রধান। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। পোস্টার প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। একজন লেখেন, 'বাহ্! দেব দা মানেই প্রত্যেকবার নতুন কিছু'। অপর একজন লিখেছিলেন, 'অনেক শুভেচ্ছা গোটা টিমকে'। অপর একজন লিখেছিলেন, 'শুভেচ্ছা দেব দা এবং প্রধানের সম্পূর্ণ টিম। এই ক্রিসমাস হয়ে উঠুক প্রধানময়'। আবার কেউ লিখেছিলেন, 'আমাদের স্বপ্নের দিন হাজির'।
আরও পড়ুন...
অনলাইনে ফাঁস হচ্ছে 'জওয়ান'! পাইরেসি রুখতে কী উদ্য়োগ নিল শাহরুখের প্রযোজনা সংস্থা?
অন্যদিকে এই মাসের শুরুর দিকে একটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। বাঙালি দর্শকের প্রিয় 'মিঠাই'। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তিনি বড়পর্দায়। আর প্রথম ছবিতেই বাজিমাত। স্বয়ং দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি।
এর কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছিল একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন