কলকাতা: বড়পর্দায় ব্যোমকেশের টিজার মুক্তির পরের দিনই প্রকাশ্যে এল ওয়েব সিরিজের মোশন পোস্টার। বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত, দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ছবি ব্যোমকেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgo Rohosshyo)-র টিজার মুক্তি পেয়েছে শুক্রবার। আর শনিবার মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সোহিনী সরকার (Sohini Sarkar) অভিনীতি 'দুর্গরহস্য'-র প্রথম মোশন পোস্টার। একই দিনে মুক্তি পাবে এই দুই ছবি। একটি সিনেমা হিসেবে বড়পর্দায় ও একটি ওয়েব সিরিজ হিসেবে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে। 


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' উপন্যাসকে নিয়েই তৈরি হয়েছে এই ছবি ও ওয়েব সিরিজ। তবে এই প্রথম নয়, এর আগেও ব্যোমকেশের ছবির ঝলক প্রকাশ্যে আসার দিনই প্রকাশ্যে এসেছিল ওয়েব সিরিজের প্রথম পোস্টার। আর এবার, টিজার প্রকাশের পরের দিনই প্রকাশ্যে এল ওয়েব সিরিজের মোশন পোস্টার। দুই নির্মাতার মধ্যে কী চূড়ান্ত দ্বৈরথের ফলাফল এটি? 


নেটদুনিয়ায় এই প্রশ্ন উঠলেও, তারকাদের সমীকরণ কিন্তু অন্য গল্প বলছে। সমস্যা তো নয় বটেই, বরং নিজের পরের ছবির কাস্টিং হিসেবে দেব ও রুক্মিণীকেই বেছে নিয়েছেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণাও হয়ে গিয়েছে। হাতের কাজ মিটলেই সৃজিতের ছবির কাজে হাত দেবেন দেব ও রুক্মিণী। 


অন্যদিকে, টিজার মুক্তির অনুষ্ঠানে, সৃজিতকে নিয়ে প্রশ্নের মুখে পড়তেই দেবের গলায় শোনা গেল সৌহার্দ্যের সুর। দেবের সঙ্গে সৃজিতের দ্বৈরথ নাকি বন্ধুত্ব? দেব বলছেন, 'ব্যোমকেশ ও দুর্গরহস্যর প্রথম ঝলকটা দেখে ওঁর বেশ ভাল লেগেছিল। দিনের শেষে সৃজিত একজন দারুণ পরিচালক। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। আমি জানি, উনি যে ওয়েব সিরিজটা বানাচ্ছেন সেটাও খুব ভাল হবে হয়তো আমার ব্যোমকেশের থেকেও ভাল হবে। যেদিন টিজার মুক্তি পাবে তার আগে সৃজিতের সঙ্গে আমার ফোনে কথাও হয়েছিল। ঠিক হয়েছিল, আমি আগে টিজারটা প্রকাশ করব তারপর ওঁরা টিজার প্রকাশ করবেন। আসলে ইন্ডাস্ট্রিটা তো ভীষণ ছোট্ট। আমরাই তো মেন স্টেক হোল্ডার্স্ট। আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি, ক্ষতি সেই ইন্ডাস্ট্রিরই। আমার সঙ্গেই 'চিনি ২' ছবিটা মুক্তি পাচ্ছে। ওই ছবিটা চললেও আমার লাভ আবার আমি ছবি চললেও 'চিনি ২'-এর লাভ। দর্শক হলমুখী হচ্ছেন এটাই তো বড় কথা।'


 






আরও পড়ুন: Rukmini on Satyabati: অন্যদের থেকে অনুপ্রেরণা নয়, আমার সত্যবতী আমার মতো: রুক্মিণী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial