কলকাতা: রাজ্যজুড়ে উমার আবাহন। সেই সঙ্গে প্রেক্ষাগৃহে 'বাঘা যতীন' (Bagha Jatin) রূপে দেবের (Dev) আবির্ভাব। ১৯ অক্টোবর, মহাপঞ্চমীর (Durga Puja 2023) দিন প্রেক্ষাগৃহে বাংলায় মুক্তি পেল অরুণ রায় (Arun Roy) পরিচালিত ছবি। প্রত্যেকবারের মতো প্রথম দিনের প্রথম শো (First Day First Show) সাফল্যের সঙ্গে উতরে দিতে হাজির তারকার অনুরাগীরা। সেই সঙ্গে ভিড় জমালেন সাধারণ দর্শকও। 


'বাঘা যতীন' ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো


স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ফুটিয়ে তুলবেন বড়পর্দায়, কথা দিয়েছিলেন দেব। রাখলেন সে কথা। আর তাঁর এই নতুন অবতার দেখতে শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হলেন তাঁর অনুরাগীরা। ব়্যালি করে অনুরাগীর দল পৌঁছয় নবীনা সিনেমা হলে। সেই সঙ্গে ছিল ঘোড়ার গাড়িতে দেবের বিশাল কাটআউট। আর পুজোর শহরে ঢাক বাজবে না তা কি হয়? অন্যান্যবারের ডিজের ব্যবস্থা বাদ দিয়ে এবার ফ্যানক্লাব নিয়ে এসেছিল ঢাকিদের। 


ব়্যালি নিয়ে প্রেক্ষাগৃহের সামনে পৌঁছতেই প্রিয় অভিনেতার পোস্টারে পরানো হল মালা, কাটা হল কেক, উঠল স্লোগান 'শিরায় শিরায় রক্ত, দেব দার ভক্ত', 'এক দুই তিন চার, দেব দা সুপারস্টার' আরও কত কী। যাকেই জিজ্ঞেস করা যায়, প্রত্যেকেরই একটা কথা, 'দেব দা মানে সেই ছবি সুপারহিট হবেই।' 


বিগত কয়েক বছরে দেব যে কটা ছবি করেছেন তাতে নিয়ম ভেঙেছেন বারবার। ছকে বাঁধা মশলা ছবিই কেবল নয়, নানা ধরনের বিষয় নিয়ে ছবি করেছেন। কখনও বাবা-ছেলের সম্পর্ককে তুলে ধরেছেন পর্দায়, তো কখনও হাজির হয়েছে ব্যোমকেশ রূপে, আবার কখনও তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে এবার তাঁকে দেখা গেল এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। স্বাধীন ভারত যাতে বাঘা যতীনকে চেনে, তাঁর কৃতীত্ব জানতে পারে সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি অভিনেতা। এদিন প্রেক্ষাগৃহের সামনে পৌঁছে দেখা গেল, কেউ এসেছেন মায়ের সঙ্গে, তো কেউ আবার এসেছেন ছেলেমেয়ের হাত ধরে। কারও স্বামী আবার দেব-ভক্ত, তাই এসেছেন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে। মোট কথায় জমজমাট ছিল এদিনের নবীনার শো। 


এরপর বড়পর্দায় শুরু হল 'বাঘা যতীন'। হাততালি, চিৎকারে ফেটে পড়ছেন দর্শক, মুহুর্মুহূ উঠছে 'দেব দেব' রব। আবার তারকা যখনই পর্দায় বলছেন 'বন্দে মাতরম', দর্শকও সমস্বরে চেঁচিয়ে উঠছে 'বন্দে মাতরম' বলে। এই উন্মদনা গায়ে কাঁটা দেওয়াবে। প্রত্যেক গানের সঙ্গে গলা মেলাতে শোনা গেল দর্শককে। 


আরও পড়ুন: Tiger 3: ‘ক্ষমা’ করলেন বঙ্গসন্তানকে, টাইগার-৩ ছবিতে অরিজিতের গান, নিজেই ঘোষণা করলেন সলমন


কেমন হল ছবি? দর্শকের রিভিউ, 'দেব সফল। দশে দশ তাঁর পারফর্ম্যান্স, ছবির অ্যাকশন দৃশ্য, সবটাই।' অনেকে আবার ব্যোমকেশের থেকেও এগিয়ে রাখলেন এই ছবিকে।


আগামীকাল দেশজুড়ে 'বাঘা যতীন' মুক্তি পাবে হিন্দিতে। গোটা দেশ দেখবে এই ছবি। কেমন প্রতিক্রিয়া মেলে, সেই অপেক্ষায় নিশ্চয়ই রয়েছেন নির্মাতারা, তবে দেবের এই চেষ্টাকে কুর্নিশ জানাতেই হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial