পুণে: বিশ্বকাপে (ODI World Cup) তরতরিয়ে এগোচ্ছে ভারতের জয়রথ। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আচমকাই উদ্বেগ তৈরি হল ভারতীয় শিবিরে। চোট পেয়ে মাঠ ছাড়লেন দলের তারকা অলরাউন্ডার। বাংলাদেশের বিরুদ্ধে বাকি ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, রয়েছে প্রশ্ন। এমনকী, বিশ্বকাপেও তাঁর ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।
তিনি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তারকা অলরাউন্ডার দুরন্ত ছন্দে আছেন। ব্য়াট করার সুযোগ পেলে রান করছেন। বল হাতে উইকেট তুলছেন। সবচেয়ে বড় কথা, ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করছেন।
বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে বাংলাদেশের দুই ওপেনার যখন জাঁকিয়ে বসেছিলেন, তাঁর হাতেই বল তুলে দিলেন রোহিত শর্মা। বাংলাদেশ ইনিংসের নবম ওভারে। তাঁর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি বাউন্ডারি মারলেন লিটন দাস। যার মধ্যে দ্বিতীয় চারটি স্ট্রেট ড্রাইভে। আর ফলো থ্রু-তে সেই শট পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক।
তারপরই দেখা গেল পায়ে হাত দিয়ে কাতরাচ্ছেন হার্দিক। দেখে মনে হল, গোড়ালি মচকেছে হার্দিকের। ফিজিওকে ছুটে মাঠে আসতে হল। মোটা করে টেপ জড়ানো হল পায়ের চোট লাগা অংশে। কিন্তু লাভ হল না। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন হার্দিক। তাঁর ওভারের বাকি তিনটি বল করলেন বিরাট কোহলি। ওয়ান ডে কেরিয়ারে ৪টি উইকেট রয়েছে কিংগ কোহলির। তবে এদিন ওই তিন বলে আর কোনও উইকেট পাননি।
চোটের সমস্যা রয়েছে বাংলাদেশ শিবিরেও। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই বিরাট ধাক্কা খেল বাংলাদেশ (IND vs BAN) শিবির। খেলতে পারছেন না দলের সেরা অস্ত্র শাকিব আল হাসান (Shakib AL Hasan)। যিনি বাংলাদেশের অধিনায়কও। তাঁর পরিবর্তে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
কিন্তু কেন খেলতে পারছেন না শাকিব? বিশ্বকাপ (ODI World Cup) চলাকালীন কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর হাঁটাচলা করতেই সমস্যা হচ্ছে বলে বাংলাদেশ শিবির সূত্রে খবর। তবু ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন শাকিব। অনেকেই ভেবেছিলেন যে, শেষ পর্যন্ত হয়তো খেলবেন শাকিব।
কিন্তু টসের সময় দেখা গেল, রোহিত শর্মার সঙ্গে পিচের দিকে হাঁটছেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলকে নেতৃত্ব দিতে পেরে যিনি যারপরনাই খুশি। বলেছেন, 'আমার এবং আমার পরিবারের কাছে এটা গর্বের মুহূর্ত। শাকিবের চোট নিয়ে সমস্যা রয়েছে। তাই ও খেলছে না।'
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতে গেলে এখনও লম্বা পথ যেতে হবে রোহিতদের, সালকিয়ায় পুজোর উদ্বোধনে গিয়ে বললেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন