কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল দেব (Dev) অভিনীত 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির টিজার (Teaser Out)। বাংলা ও হিন্দি (Hindi) দুই ভাষাতেই টিজার মুক্তি পেয়েছে এদিন। কী প্রতিক্রিয়া অনুরাগীদের?
প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির টিজার
এদিন 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির টিজার শেয়ার করে লেখা হয়, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সগৌরবে উপস্থাপন করছে 'বাঘা যতীন'-এর টিজার। বাঘা যতীন এক বঙ্গসন্তান যাঁর হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই মহান বলিদান ও লড়াইয়ের বীরগাঁথা নিয়ে বড়পর্দায় আমরা আসছি ১৯ অক্টোবর।' এই ছবির হিন্দি সংস্করণ মুক্তি পাবে ২০ অক্টোবর।
দেব মানেই কোনও না কোনও নতুন প্রচেষ্টা। কিছুদিন আগেই তাঁকে দর্শক ব্যোমকেশ রূপে দেখেছেন বড়পর্দায়। এবার পুজোয় দর্শকের মনে স্থান করে নিতে আসছেন 'বাঘা যতীন' দেব। প্রকাশ্যে এসেছে টিজার। (Durga Puja 2023 Release)
দেশজুড়ে পুজোর আবহে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত 'বাঘা যতীন'। ইতিমধ্যেই 'প্রি-টিজার' নজর কেড়েছে দর্শকের। ভূয়সী প্রশংসা পেয়েছেন বাঘা যতীনের বেশে দেব। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে নতুন লুক টিজার। তাতে অবশ্য ছিল না দেবের 'হিরো সুলভ ঝাঁঝ'। কিন্তু নেপথ্য কণ্ঠে ক্ষুদিরাম বসুর কথা ছিল। যা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ঘোষণা করা হয় সেই চরিত্রের অভিনেতার নাম। সমিউল আলমকে দেখা যাবে 'বাঘা যতীন' ছবিতে ক্ষুদিরাম বসুর ভূমিকায়। আজ প্রকাশ্যে আসা টিজারেও তাঁর দেখা মিলল।
আরও পড়ুন: Welcome 3: অক্ষয় কুমারের জন্মদিনেই প্রকাশ্যে 'ওয়েলকাম ৩'-র প্রথম ঝলক
ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস (Independence Day) পূর্তির প্রাক্কাল্যে প্রকাশ্যে আসে দেব বহু প্রতীক্ষিত 'বাঘা যতীন' ছবির প্রি-টিজার ('Bagha Jatin' Pre Teaser Out Now)। ১৯ অক্টোবর অর্থাৎ মহাপঞ্চমীর দিন বাংলায় মুক্তি পাবে এই ছবি। ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে ছবিটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন