কলকাতা: গানের তালে পা মেলাচ্ছেন উষা উত্থুপ (Usha Uttup) আর দেব (Dev), সঙ্গী হলেন ইশা সাহা (Ishaa Saha)। কাছের মানুষ (Kacher Manush)-এর প্রথম গান মুক্তির দিনে এমনই দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। সোশ্যাল মিডিয়ায় সেই মজার ভিডিও শেয়ার করে নিলেন দেব স্বয়ং।
আজ মুক্তি পেয়েছে 'কাছের মানুষ'-এর প্রথম গান 'চুম্বক মন'। সেই গানে শোনা গিয়েছে উষা উত্থুপের গলা। আর শহরের একটি নামজাদা পানশালায় বসেছিল 'চুম্বক মন'-এর আসর। আর সেই আসরেই নিজের গাওয়া গান ঠোঁটে নিয়ে দেবের সঙ্গে পা মিলিয়ে মঞ্চে উঠে পড়লেন উষা উত্থুপ। দেবের হাত ধরেই পা মেলালেন নাচের ছন্দে। তারপরেই সাদা পোশাকে সামিল হলেন ইশাও। বল ডান্সের স্টেপে আসর জমিয়ে দিলেন তারকারা।
গানের সুরে, ফ্রেমে, ধরা রইল কলকাতার আনাচ কানাচ । গানের শুরুতেই ইশা দেবকে চারটি খাবারের নাম বলেন, ফুচকা, এগরোল, ঝালমুড়ি আর তেলেভাজা। দেব বেছে নিলেন এগরোল । তারপর? তারপর আর কি.. এগরোলে কামড় দিয়ে উত্তর কলকাতার অলিগলিতে ঘুরে বেড়াল ক্যামেরা, আর উষা উত্থুপের গলায় 'চুম্বক মন'।
আরও পড়ুন: Mahalaya: প্রথমবার মহালয়ায় মহিষাসুরমর্দিনী সোনামণি, দুর্গার ভূমিকায় শোলাঙ্কি
পথিকৃৎ বসু (Pothikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও। ২৪ ফেব্রুয়ারি শেষ হয় 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। সেটে আনা হয় বিশাল কেক। সেদিন কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হয়।
গানের কথায় কথায় জড়ানো প্রেম, সঙ্গীতে খুঁজে না পাওয়ার ভয় আবার আনন্দ, সব মিলিয়ে কলকাতার ফ্রেমে নস্ট্যালজিয়া জড়ালেন দেব-ইশা।