বীরভূম: কয়লাকাণ্ডে অভিষেককে (Abhishek Banerjee) তলবের দিনেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মূলত সম্প্রতি গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে কয়লাপাচার মামলায় অভিষেককে আজ সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এমনই দিনে টুইটে ভিডিও আপলোড করেছেন তিনি। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, 'কেষ্টা একা খায়নি, কালীঘাটে টাকা গেছে।'
'কেষ্টা একা খায়নি, কালীঘাটে টাকা গেছে',শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী বলেন, 'বালি চুরি কোথায় বেশি হয়, তার নাম বীরভূম। কয়লাচুরি কোথায় বেশি হয়, আসানসোল, পুরুলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে, তার নাম হল বীরভূম। পাথর চুরি কোথায় হয়, তার নাম হল বীরভূম। বেআইনি টোল ট্য়াক্স বসিয়ে কোটি কোটি টাকা প্রত্যেকদিন লুঠ কোথায় হয়, তার নাম হল বীরভূম। ১০০ দিনের টাকা মারা থেকে গরুপাচার, সবকিছুর দুর্নীতির জায়গা এই বীরভূমকে পরিণত করছেন কে, করেছেন অনুব্রত মণ্ডল, আর সাথীবৃন্দ। কেষ্টা একা খায়নি, কলকাতা পাঠিয়েছে, কালীঘাটে গিয়েছে।'
আরও পড়ুন, ' ৫ পয়সা নিয়েছি প্রমাণ হলে ফাঁসি-মঞ্চে মৃত্যুবরণ করব', বিস্ফোরক অভিষেক
কয়লার টাকায় একটা প্রাসাদ তৈরি হয়েছে, প্রাসাদের নাম শান্তিনিকেতন: শুভেন্দু
এরপরেই তিনি বলেন, আমি আপনাকে বলে দিই একটা চায়ের দোকান ছিল আপনার বাড়ির পাশে। সেই চায়ের দোকানের মালিক কে, মেরে তুলে দিয়ে, আপনার বাড়ি থেকে কয়েক হাত দূরে, কয়লার টাকায় একটা প্রাসাদ তৈরি হয়েছে। প্রাসাদের নাম শান্তিনিকেতন।এসকেলেটর লাগানো বাড়ি। ওই বাড়িটাতেই কয়লা, গরু, বালি, পাথর, টোল ট্যাক্সের টাকা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন।' বক্তব্য শেষ করতেই স্লোগান তোলেন, 'পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর।পার্থ চোর-কেষ্ট চোর , তৃণমূলের সবাই চোর।'