নয়াদিল্লি: বলিউড তারকা অভিনেতা সেফ আলি খানের (Saif Ali Khan) জন্মদিনে প্রকাশ্যে এল 'দেবারা' (Devara) ছবিতে তাঁর লুক। বহু প্রতীক্ষিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর (Jr. NTR)। এই ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বলিউডের 'ল্যাংড়া ত্যাগী'। জুনিয়র এনটিআর এদিন সেফের ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে তাঁর চরিত্রের পরিচয় করিয়ে দিলেন।
প্রকাশ্যে 'দেবারা' ছবিতে সেফের লুক
'দেবারা' ছবিতে ভাইরা ওরফে সেফ আলি খানের লুক প্রকাশ্যে। ১৬ অগাস্ট সেফের জন্মদিনে তাঁর প্রথম লুক পোস্ট করেন নির্মাতারা। জুনিয়র এনটিআর এদিন লুক পোস্টার শেয়ার করে লেখেন, 'ভাইরা। শুভ জন্মদিন সেফ স্যার! দেবারা।' খানিকটা লম্বা, কোঁকড়ানো চুলে গভীর দৃষ্টিতে অভিনেতাকে দেখা যাচ্ছে। চারিদিকে সমুদ্র ও পর্বতের প্রেক্ষাপট।
জনপ্রিয় পরিচালক কোরাতালা শিবা পরিচালিত 'দেবারা' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে যুবসুধা আর্টস ও এনটিআর আর্টস, নিবেদন করছেন নন্দমুরী কল্যাণ রাম। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর, আর রত্নভেলু ছবির সিনেম্যাটোগ্রাফার।
এই ছবির হাত ধরে কেবল সেফ আলি খানই নন, তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরও। ২০২৪ সালের ৫ এপ্রিল এই ছবি মুক্তি পাওয়ার কথা। তারকা অভিনেতা জুনিয়র এনটিআরের প্রসঙ্গে জাহ্নবী বলেছিলেন, 'আমি সত্যিই চেয়েছিলাম জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার প্রায় এক বছর ধরে প্রার্থনা করেছি, মনে হত যেন প্লিজ আমি সুযোগ পাই, আমি যেন সুযোগ পাই, এবং অবশেষে সেটা সত্যি হচ্ছে।'
গত জুলাই মাসে ছবির পরবর্তী শিডিউলের শ্যুটিং শুরু করেন 'আর আর আর' অভিনেতা। বিশাল জলের দৃশ্য রয়েছে এই অংশে। এই ব্যাপারে খবর জানিয়ে নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'ছোট্ট বিরতি ও কিছু রিহার্সালের পর বিশাল পর্যায়ে এই দৃশ্যের শ্যুটিং হবে, এবং আমরা সেটে ফিরেছি।'
প্রসঙ্গত, জুনিয়র এনটিআরের জন্মদিনের আবহে ছবিতে তাঁর লুক প্রকাশ্যে আনেন নির্মাতারা। পোস্টারে তাঁকে কালো পোশাকে দেখা যায়, সঙ্গে হাতে রক্তাক্ত বর্শা। সমুদ্রের পাথরের ওপর তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial