কলকাতা: এই ছবির কাজ যে সময়সাপেক্ষ, তা আগেই জানিয়েছিলেন পরিচালক। দীর্ঘদিন ধরেই এই ছবির বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছিলেন শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। তবে সেই প্রস্তুতি এবার একেবারে শেষ পর্যায়ে। এবিপি লাইভকে (ABP Live) আগেই পরিচালক জানিয়েছিলেন, ছবির শ্যুটিং শুরু হবে শীতকালে। আর এবার, সোশ্যাল মিডিয়ায় পরিচালক জানালেন, ১৫ নভেম্বর থেকে শুরু হবে নতুন ছবি 'দেবী চৌধুরাণী' (Devi Chowdhurani)-র শ্যুটিং।


এই 'পিরিয়ড ড্রামা'-র মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। গল্পের নামভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)-কে। পরিচালক আরও জানিয়েছেন এই ছবি মুক্তি পাবে আগামী বছরের শরৎকালে, অর্থাৎ বছরের শেষের দিকে। বোলপুর, পুরুলিয়া ও কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলবে এই ছবির শ্যুটিং। পরিচালক এবিপি লাইভকে জানিয়েছেন, তৎকালীন সময়কে তুলে ধরার জন্য শ্যুটিংয়ে ব্যবহার করা হবে একাধিক সেট। বর্ষা কমলে সেই সেট তৈরির কাজ তৈরি হবে।


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে এমনিতেই উত্তেজনা চরমে। 'দেবী চৌধুরানী' তথা বঙ্গের ব্যান্ডিট ক্যুইনকে নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই খবর এতদিনে সকলের জানা। সেই সঙ্গে এই ছবির একাধিক অ্যাকশন সিকোয়েন্সের রিকল্পনার দায়িত্বে থাকছেন ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর বাবা ও তারকা স্টান্টমাস্টার শাম কৌশল (Sham Kaushal)। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও দর্শনা বণিক (Darshana Banik)-কে। 


বহু প্রতীক্ষিত এই বিগ বাজেট ছবি দেশজুড়ে মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে, ৭টি ভিন্ন ভাষায়। এটিই প্রথম বাংলা ছবি যার এমন প্যান ইন্ডিয়া মুক্তি হবে। ছবির গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন ও পরিচালনার দায়িত্ব একাই সামলাচ্ছেন শুভ্রজিৎ মিত্র। প্রসেনজিৎ ও শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ, কার্ল হার্ট, অ্যালেক্স ও নেল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ। অ্যাকশন দৃশ্যের পরিচালনায় তারকা পরিচালক শ্যাম কৌশল।


 






আরও পড়ুন: Byomkesh: বড়পর্দায় দেবের ব্যোমকেশ মুক্তির পরেই প্রকাশ্যে অনির্বাণের 'দুর্গরহস্য'-র টিজার