কলকাতা: এই ছবির প্রত্যেক চরিত্রের লুকেই যে সমান চমক রয়েছে, তা অনস্বীকার্য। পিরিয়ড ড্রামা বলে যথেষ্ট যত্ন নেওয়া হয়েছে ছবির প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের লুকের দিকে। আর আজ, প্রকাশ্যে এল 'দেবী চৌধুরানি' (Devi Chowdhurani) ছবির আরও এক অভিনেতার লুক। মজনু শাহের চরিত্রে অভিনয় করবেন তিনি। এক মুখ সাদা দাড়ি, কালো পোশাক, মাথায় পাগড়ি... তীক্ষ্ণ চাহনির এই অভিনেতাকে চেনা যাচ্ছে কি? 


শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) পরিচালিত 'দেবী চৌধুরানি' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দর্শনা বণিক (Darshana Banik), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। 


আর আজ, যে অভিনেতার ছবি প্রকাশ্যে এসেছে, তিনি ভরত কল (Bharat Kaul)। এই ছবিতে মজনু শাহের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিটি ও চরিত্রটিকে নিয়ে ভরত কল বলছেন, 'মজনু শাহ আর ভবানী পাঠক কাল্পনিক নয়, ইতিহাস থেকে উঠে আসা চরিত্র। আমি দীর্ঘদিন ধরেই এমন একটা বড় প্রোজেক্টের অংশ হতে চেয়েছিলাম। ইতিহাস থেকে উঠে আসা হলেও মজনু শাহের চরিত্রটা বর্তমান সময়ে দাঁড়িয়েও ভীষণ বাস্তব। এই ছবিতে অনেক নামিদামি তারকারা কাজ করছেন। এমন একটা কঠিন বিষয়কে পর্দায় তুলে ধরা সত্যিই খুব শক্ত। পরিচালক শুভ্রজিৎ মিত্র সেই সাহসটা দেখিয়েছেন। কাজটা সম্পন্নও করেছেন। অভিনেতা হিসেবে এমন একটা চ্যালেঞ্জিং কাজ করার খিদে সবসময়েই থাকে আমার মধ্যে। প্রযোজককেও ধন্যবাদ এমন একটা সুযোগ আমায় করে দেওয়ার জন্য।' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস উপলক্ষ্যে তৈরি হয়েছে এই ছবি। লুক থেকে শুরু করে সংলাপ, সমস্ত কিছুতেই রাখা হয়েছে পুরনো ছোঁয়া। শুধু তাই নয়, ছবিতে যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে। 


 






 


আরও পড়ুন: Maidaan Case Update: কর্ণাটক আদালতের রায়ে স্বস্তিতে 'ময়দান', উঠল স্থগিতাদেশ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।