কলকাতা: দুর্গে ঘনিয়ে আসছে রহস্য। আলো-আঁধারিতে এক দুর্গে এবার রহস্য সমাধানে ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi)। বড়পর্দায় দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgo Rohossyo) মুক্তির পরে প্রকাশ্যে এল ওয়েব পর্দায় ব্যোমকেশের টিজার। অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সোহিনী সরকার (Sohini Sarkar), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) অভিনীত দুর্গরহস্য-র টিজার। 


সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে 'হইচই' (Hoichoi)-এ মুক্তি পাবে ওই ওয়েব সিরিজ। এই টিজারে শোনা গেল অনির্বাণের গুরুগম্ভীর গলায় শোনা গেল সত্যের সন্ধানের ইঙ্গিত। গোটা টিজারে দেখা গেল বিভিন্ন সময়ের ঝলক, গোটা সিরিজটিই একটি পিরিয়ড পিস।


এই সিরিজ মুক্তি পাওয়ার কথা ছিল অগাস্ট মাসে। একইদিনে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল দেব-রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র। তবে 'হইচই'-এর এই ওয়েবসিরিজ মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর কবে এই সিরিজ মুক্তি পাবে, এখনও সেই দিন প্রকাশ্যে আসেনি। 


অন্যদিকে, সৃজিতের ছবি 'দশম অবতার' (Dasham Avtaar)-এর শ্যুটিং করছেন অনির্বাণ। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)।


 






২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। টানটান এই থ্রিলার মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পুজোর সময়েই। এই ছবি নিয়ে অনির্বাণ বলছেন,  'দশম অবতার ছবিটি সৃজিতদার সঙ্গে আমার নবম অবতার। ৯টা কাজ হল সৃজিতদার সঙ্গে। যখন ২২শে শ্রাবণ মুক্তি পায়, আমি তখন কলেজে পড়ি। নবীনা সিনেমায় সিনেমাটা দেখতে গিয়েছিলাম। তখনও ভাবিনি আমি চলচ্চিত্র জগতে আসব। আজ সকালে যখন বাজছিল.. 'একবার বল তোর কেউ নেই..', তখন মনে পড়ছিল, আমি সেইসময়ে যার সঙ্গে প্রেম করতাম তার কথা। সত্যিই তখন তার কেউ ছিল না। তবুও এই গানটা দিনে ৩৭-৩৮ বার শুনতাম। সবটা মিলিয়ে যেন আমার কলেজ জীবনকে ফিরে দেখা। আর এখন, আমি নিজে সেই ফ্ল্যাঞ্চাইজির একটা আকর্ষণীয় অংশ। আমরা সকলেই মুখিয়ে রয়েছি কাজটার জন্য। জান-প্রাণ লড়িয়ে, এই ফ্রাঞ্চাইজি, যেটা দর্শকদের এত ভালবাসা পেয়েছে, এতদিন নিজের মনে জীবন্ত রেখেছেন, সেটাকে যেন আরও এক ধাপ আমরা বাড়িয়ে দিতে পারি।'


আরও পড়ুন: Jacqueline Fernandez: প্রয়োজন নেই 'পূর্ব অনুমতি'র, বিদেশযাত্রায় ছাড় জ্যাকলিন ফার্নান্ডেজকে