কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করে নিয়েছিলেন জীবনের নতুন অধ্যায়ের কথা। দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য্য (Devoleena Bhattacharjee)। কিন্তু বিয়ের খবর ছড়িয়ে পরার পরেই ধর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। এমনকি, অভিনেত্রীর সন্তানের কী ধর্ম হতে পারে, এমন তির্যক মন্তব্যও করেছেন নেটিজেনরা।                                                                                                                                                                               


আর এবার সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত বিতর্কের উত্তর নিজেই দিলেন দেবলীনা। সদ্য সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারী প্রশ্ন তোলেন দেবলীনার সন্তানের ধর্ম নিয়ে। সেই ট্যুইটের উত্তরে দেবলীনা লেখেন, 'আমার সন্তান হিন্দু হবে না মুসলিম সেটা বলার আপনি কেউ নন। আর আপনার যদি সন্তানদের নিয়ে এতটাই চিন্তা থাকে, তাহলে বহু অনাথ আশ্রম রয়েছে। যান, সেখানে গিয়ে একজন শিশুকে দত্তক নিন ও নিজের ধর্ম অনুযায়ী তাঁর নামকরণ করুন, ধর্মান্তকরণ করুন। আমার স্বামী, আমার সন্তান, আমার ধর্ম.. আপনি কে?' 


আরও পড়ুন: 'Pathaan' Controversy: 'নিজের মেয়ের সঙ্গে সিনেমাটি দেখা উচিত শাহরুখের', 'পাঠান' বিতর্কে মন্তব্য বিধানসভার স্পিকার গিরিশ গৌতমের


এরপরের আরও একটি ট্যুইটে দেবলীনা লেখেন, 'ধর্মের বিষয়টা আমার আর আমার স্বামীর ওপর ছেড়ে দিন, ওটা আমি দেখে নিচ্ছি। অন্যদের ধর্ম নিয়ে গুগল সার্চ করার বদলে নিজের ধর্ম নিয়ে ভাবনাচিন্তা করুন। মানুষ হোন। আপনাদের জ্ঞানের কোনও প্রয়োজন নেই আমাদের।'                                                                                                                                                                         


ডিসেম্বরের ১৪ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবলীনা ও শেহনওয়াজ। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।