বেঙ্গালুরু: প্রবীণ আইপিএস অফিসারের মেয়ে কন্নড় ছবির অভিনেত্রী রন্যা রাও গ্রেফতার হয়েছেন। সোনা পাচার কাণ্ডে ১৫ কেজি সোনা (Ranya Rao Arrested) সহ বেঙ্গালুরুর বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয় গত সোমবার রাতেই। আর এই ঘটনায় বিস্মিত এবং মানসিকভাবে আহত হয়েছেন অভিনেত্রী রন্যা রাওয়ের বাবা কর্ণাটকের বর্তমান ডিজিপি রামচন্দ্র রাও এবং তিনি প্রকাশ্যেই সচেতনভাবে এই ঘটনার থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন। মেয়ে সোনা পাচার কাণ্ডে গ্রেফতার আর এই ঘটনায় আইপিএস অফিসার হিসেবে এই প্রথম মুখ খোলেন তার বাবা রামচন্দ্র রাও। কী জানালেন ?

এএনআই সংবাদমাধ্যমে ডিজিপি রামচন্দ্র রাও জানিয়েছেন, 'আইন তার কাজ করবে, আমার কর্মজীবনে এতদিনে একটিও কালো দাগ পড়েনি, কোনও কলঙ্কের ছাপ নেই। এখনও থাকবে না'। তিনি সংবাদমাধ্যমকে আরও জানান, 'অন্য পিতাদের মতই সংবাদমাধ্যমে আমার মেয়ের গ্রেফতারির (Ranya Rao Arrested) খবর শুনে আমি চমকে গিয়েছিলাম এবং একইসঙ্গে মানসিকভাবে আহত হয়েছিলাম। এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমি এর সম্পর্কে আর কিছু বলতেও চাই না। রন্যা আমাদের সঙ্গে আর থাকে না। তার স্বামীর সঙ্গে সে আলাদা থাকে। তাদের মধ্যে হয়ত কিছু সমস্যা হয়েছে, কিছু পারিবারিক কারণেও সমস্যা হতে পারে'।

রন্যা রাও আদপে ডিজিপি রামচন্দ্র রাওয়ের বৈমাত্রেয় কন্যা, প্রথম স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন রামচন্দ্র রাও আর দ্বিতীয় স্ত্রীর কন্যা রন্যা রাও। জানা গিয়েছে রন্যা রাও তার উরুতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে তার নিচে সোনার বার শক্ত করে বেঁধে রাখতেন যাতে কেউ নজরও না করতে পারে। বেঙ্গালুরুর কেম্পেগোড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সোমবার তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

পুলিশ তদন্ত চালাচ্ছে যে তিনি একাই এই সোনা পাচারের কাণ্ডারি নাকি আরও অনেকে যুক্ত রয়েছেন এই চক্রের সঙ্গে। মূলত তদন্তে উঠে এসেছে দুবাই থেকে ভারতে এই সোনা পাচার করা হত। পুলিশসূত্রে জানা গিয়েছে, ১৫ দিনে পরপর ৪ বার দুবাই ভ্রমণ করেছিলেন অভিনেত্রী রন্যা রাও আর এই ঘটনাই নজর কাড়ে পুলিশের। আর তারপরেই পরিকল্পনামাফিক সোমবার বেঙ্গালুরুতে নামতেই তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে যে এই সোনা পাচার কাণ্ডে প্রতি ট্রিপে ১২ লক্ষ টাকা করে আয় হত রন্যার, এবং তার কাছে পাওয়া সোনার মোট মুল্য ১৭ কোটি টাকা। 

আরও পড়ুন: Gold Smuggling: উরুতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে সোনা পাচার ! ১৪.৮ কেজি সোনা সহ গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী