দুবাই: বিশ্বসেরা ব্যাটার। ২ বারের ওয়ান ডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য়। ঝুলিতে একাধিক রেকর্ড। শেষ ইনিংসেও অর্ধশতরান করেছেন। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারের পরই ওয়ান ডে ফর্ম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে ম্য়াচ হারের পরের দিনই ৫০ ওভারের ফর্ম্য়াটকে আলবিদা জানিয়েছিলেন তারকা প্রাক্তন অজি ব্যাটার।
স্মিথ কি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে চ্য়াম্পিয়ন্স ট্রফিই তাঁর শেষ ওয়ান ডে টুর্নামেন্ট হতে চলেছে? ম্য়াচ হারার পর যখন দু দলের প্রত্যেক ক্রিকেটার একে অপরের সঙ্গে করমর্দন করছেন, তখন একটি ভিডিও ক্লিপে দেখা যায় বিরাট ও স্মিথের মধ্যে কিছু কথোপকথন হচ্ছে। এরপর বিরাটকে দেখা যায় সৌহার্দ্যের আলিঙ্গনও করেন অজি তারকাকে। তাহলে কি সেখানেই স্মিথ বিরাটকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি অবসর নিতে চলেছেন।
স্মিথ দেশের জার্সিতে ৬৪টি ওয়ান ডে ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। ৩২ ম্য়াচে জয় পেয়েছে স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া। ২৪টি ম্য়াচে হেরেছে ব্যাগি গ্রিনরা। ওয়ান ডে কেরিয়ারে ১২টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। ২৮টি উইকেট নিয়েছেন স্মিথ ওয়ান ডে ফর্ম্য়াটে। ওয়ান ডে ফর্ম্য়াটে অজি অধিনায়ক হিসেবে কোনও ম্য়াচে ব্যক্তিহত সর্বোচ্চ রানের মালিকও স্মিথ। তবে তাঁর সঙ্গে তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিংও। দুজনেই ১৬৪ রান করেছিলেন।
দেশের জার্সিতে ২০১৫ ও ২০২৩ দুটো ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন স্মিথ। টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও খেলবেন তারকা অজি ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল। ও তারপরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্য়াচেও নিজের ১০০ শতাংশ দেওয়ার জন্য মরিয়া স্মিথ। তিনি বিদায়বেলায় বলছেন, ''টেস্ট ক্রিকেট আমার কাছে বরাবর প্রাধান্য পেয়েছে। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। সেখানেও নিজের দেওয়ার মত অনেক কিছু রয়েছে।'' উল্লেখ্য, ২০১৫ ও ২০২১ সালে পুরুষদের ক্রিকেটে সেরা ওয়ান ডে প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন স্মিথ। ২০১৫ সালের আইসিসি নির্বাচিত সেরা ওয়ান ডে দলের সদস্যও ছিলেন।