মুম্বই: প্রথম দিনেই রাজি-কে পিছনে ফেলেছিল নবাগত জাহ্নবী কপূরের ধড়ক, ব্যবসা করেছিল ৮.৭১ কোটি টাকা। আর দ্বিতীয় দিনের হিসেবে দেখা যাচ্ছে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার-কেও পিছনে ফেলেছে ছবিটি। শনিবার ধড়ক রোজগার করেছে ১১.০৪ কোটি টাকা। প্রথমদিনে ধড়ক-এর উপার্জন কোনও নবাগতকে চিত্রায়িত করা যাবতীয় ছবির মধ্যে প্রথম। স্টুডেন্ট অফ দ্য ইয়ার তো বটেই, টাইগার শ্রফের হিরোপান্টি-কেও পিছনে ফেলেছে ছবিটি।
মরাঠি ছবি সাইরাত-এর এই রিমেক দ্বিতীয় দিনেও দারুণ ব্যবসা করেছে, প্রথম দিনের থেকে রোজগার বেড়েছে ২৬.৭৫ শতাংশ। সব মিলিয়ে ২ দিনের হিসেবে ছবিটি উপার্জন করেছে ১৯.৭৫ কোটি টাকা। আজ রবিবার, বিশেষজ্ঞদের ধারণা, ধড়ক-এর রোজগার আজ ৩০ কোটি ছুঁয়ে ফেলবে। আন্তর্জাতিক বাজারেও ছবিটি দারুণ ব্যবসা করছে বলে খবর।
[embed]https://twitter.com/taran_adarsh/status/1020907467809599488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1020907467809599488&ref_url=https%3A%2F%2Fwww.filmymonkey.com%2Fbollywood%2Fdhadak-box-office-collection-day-2-janhvi-kapoor-ishaan-khatters-film-witnesses-solid-growth-182100[/embed]
[embed]https://twitter.com/taran_adarsh/status/1020639402958000128?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1020639402958000128&ref_url=https%3A%2F%2Fwww.filmymonkey.com%2Fbollywood%2Fdhadak-box-office-collection-day-2-janhvi-kapoor-ishaan-khatters-film-witnesses-solid-growth-182100[/embed]
প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর প্রথম ছবি এই ধড়ক। দর্শকদের পছন্দ হয়েছে ছবির নায়ক, শাহিদ কপূরের ভাই ঈশান খাট্টারের সঙ্গে তাঁর বোঝাপড়ার রসায়ন। ফলে মানুষের মধ্যে দুজনেরই জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী।
[embed]https://twitter.com/karanjohar/status/1020687392838209536?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1020687392838209536&ref_url=https%3A%2F%2Fwww.filmymonkey.com%2Fbollywood%2Fdhadak-box-office-collection-day-2-janhvi-kapoor-ishaan-khatters-film-witnesses-solid-growth-182100[/embed]
বক্স অফিসে দুর্দান্ত শুরু করল জাহ্নবী-ঈশানের ধড়ক, প্রথম ২ দিনে রোজগার প্রায় ২০ কোটি টাকা
ABP Ananda, Web Desk
Updated at:
22 Jul 2018 01:55 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -