জার্মানির ভিড়ে ঠাসা বাসে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত, আহত ১০
ABP Ananda, Web Desk | 22 Jul 2018 10:30 AM (IST)
বার্লিন: জার্মানির উত্তরে লুবেক শহরে যাত্রীবাহী বাসে ছুরি হাতে হামলা চালাল এক ব্যক্তি। এতে ১০ জন আহত হয়েছেন। তবে এই ঘটনা কোনও রাজনৈতিক কারণে ঘটেনি, মনে করছে জার্মান পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধীর পরিচয় পেয়েছে তারা। সে ইরানী বংশোদ্ভূত জার্মান নাগরিক, বয়স বছর ৩৪, বসবাস এই শহরেই। তবে রাজনৈতিক কট্টরপন্থায় অনুপ্রাণিত হয়ে সে এই হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে না, জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে তার যোগসাজসেরও প্রমাণ মেলেনি। জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার, বেলা একটা নাগাদ ভিড়ে ঠাসা একটি বাসে ছুরি হাতে নির্বিচারে হামলা চালায় অভিযুক্ত। পরিস্থিতি দেখে চালক দ্রুত বাসের দরজা খুলে যাত্রীদের বার করে দেন। এরপর কী হয়েছে দেখতে ভিতরে গেলে ওই ব্যক্তি তাঁর ওপরেও হামলা চালায়। তখন বাসের বাইরে থাকা মানুষজন তাকে ধরে ফেলেন, তুলে দেন পুলিশের হাতে।