চেন্নাই: স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা ধনুশ (Dhanush)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন ধনুশ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য (Aishwaryaa R Dhanush) বিবাহিত সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানান। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। একদিনের সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামীদিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।' সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করার পরই ঝড় ওঠে অনুরাগীদের মধ্যে।




আরও পড়ুন - Laal Singh Chaddha: করোনা পরিস্থিতিতে কি ফের পিছিয়ে যাবে 'লাল সিং চাড্ডা'র মুক্তি?


ধনুশের (Dhanush Aishwaryaa Separation) এমন পোস্ট দেখে বেশিরভাগ অনুরাগীই যেন খবরটাকে বিশ্বাস করে উঠতে পারছেন না। অনেকেই লিখেছেন, 'যা পড়ছি, তা আদৌ সত্যি!'। তাঁদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে, যে তাঁরা যেন অভিনেতার এমন খবরে ঘোরের মধ্যে রয়েছেন। আবার অনেক নেট নাগরিক লিখেছেন, 'এটা একেবারেই অপ্রত্যাশিত খবর। হজম করতে সময় লাগবে।'


এদিন ধনুশের স্ত্রী ঐশ্বর্যও অভিনেতার পোস্টের পরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে খবরটি দিয়েছেন। এবং তিনি লিখেছেন, 'কোনও ক্যাপশনেরই দরকার নেই। শুধু দরকার আপনাদের ভালোবাসা এবং সঙ্গ।' প্রসঙ্গত, ২০০৪ সালের ১৮ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধনুশ এবং ঐশ্বর্য। তাঁদের দুই সন্তানও রয়েছে। 


ধনুশকে শেষবার পর্দায় দেখা গিয়েছে পরিচালক আনন্দ এল রাইয়ের 'আতরঙ্গী রে' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সারা আলি খান। এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে গত বছর ডিসেম্বরে ছবিটি মুক্তি পায়।