মুম্বই: ফের সঞ্চালনায় ফিরে এসেছেন কর্ণ জোহর (Karan Johar)। তবে তিনি 'কফি উইথ কর্ণ'-র পরিবর্তে শুরু করেছেন 'কফি শটস উইথ কর্ণ'। আর সেখানেই আগামী ছবি 'আতরঙ্গী রে'র (Atrangi Re) প্রোমোশনে হাজির থাকতে দেখা গেল সারা আলি খান (Sara Ali Khan) ও ধনুশকে (Dhanush)। কর্ণের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই তারকা। নানা গল্পের মাঝে ছবির প্রোমোশন ও আলাপচারিতায় মেতে উঠতে দেখা গেল তাঁদের।
সম্প্রতি নেট দুনিয়ায় এক ভিডিও পোস্ট হয়েছে, যেখানে কর্ণ জোহর সারা আলি খানকে বেশ কিছু প্রশ্ন করছেন। আর 'আতরঙ্গী রে' অভিনেত্রীও সেই সব প্রশ্নের মজাদার উত্তর দিচ্ছেন। এভাবেই চলছিল অনুষ্ঠান। 'কফি শট্স উইথ কর্ণ'তে দুই তারকা বাজার গেমে অংশগ্রহণ নেন। খুব তাড়াতাড়ি বাজার প্রেস করে কর্ণ জোহরের প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে প্রায় সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে থাকেন দুই তারকা। এরপর হঠাৎই কর্ণ সারা আলি খানকে দক্ষিণের পাঁচজন পরিচালকের নাম বলতে বলেন। কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না তিনি। নেট নাগরিকদের নজর কাড়ল ধনুশের প্রতিক্রিয়ায়। সারার এমন কাণ্ডে কী প্রতিক্রিয়া দিলেন ধনুশ? না, অভিনেত্রীর দক্ষিণের পরিচালকদের নাম বলতে না পারায় কোনও মন্তব্য করেননি 'শমিতাভ' তারকা। তবে, তাঁকে মুচকি হাসতে দেখা যায়।
আরও পড়ুন - Sara Ali Khan: মাকে মিথ্যে বলে বন্ধুর সঙ্গে দেখা, কীভাবে ধরা পড়েন সারা আলি খান?
পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি 'আতরঙ্গী রে'তে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সারা আলি খান ও ধনুশকে। এই ছবিতে রয়েছেন আরও একজন তারকা। বলিউড অভিনেতা অক্ষয় কুমারও রয়েছেন এই ছবির এক ক্যামিও চরিত্রে। প্রসঙ্গত, ছবির তিন চরিত্রের বয়সের ফারাকও চোখে পড়ার মতো। জানা যাচ্ছে, সারা আলি খান ধনুশের থেকে বারো বছরের ছোট। আবার অক্ষয় কুমার অভিনেত্রীর থেকে ২৮ বছরের বড়। তা নিয়েও নেট দুনিয়ায় চলছে নানারকম আলোচনা। অন্যদিকে, পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে এই নিয়ে বেশ কয়েকটি ছবিতে কাজ করলেন ধনুশ। পরিচালকের প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সারা আলি খান, ধনুশ ও অক্ষয় কুমার অভিনীত 'আতরঙ্গী রে'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির বেশ কয়েকটি গান। যা দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।