প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র।  সোমবার সকালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগেই শারীরীক অবস্থা কিছুটা সামলে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু ৯০ তম জন্মদিনের মাত্র কয়েকদিন আগেই চলে গেলেন কিংবদন্তি অভিনেতা। ২৪ নভেম্বর, সোমবার হঠাৎই  অভিনেতার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে । শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়াণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।  

Continues below advertisement

Continues below advertisement

ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি এক্স প্ল্যাটফর্মে লেখেন, 'ধর্মেন্দ্র জির প্রয়াণ ভারতীয় সিনেমার এক যুগের সমাপ্তি। তিনি ছিলেন এক কিংবদন্তি চলচ্চিত্র তারকা, এক জন অসাধারণ অভিনেতা, যিনি তাঁর প্রতিটি চরিত্রকে আকর্ষণীয় এবং গভীর করে তুলেছিলেন।  তিনি যেভাবে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তা অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ধর্মেন্দ্র জি তাঁর সারল্য, নম্রতা এবং উষ্ণতার জন্যও একইভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে, আমার সমবেদনা তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের সঙ্গে রয়েছে। ওঁ শান্তি।' 

ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, 'আজ মুম্বইয়ে কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, পরিজন, ভক্ত এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর পুত্র-কন্যারা এখন তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।'

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। 

 সোমবার দুপুর ১২:৩০ নাগাদ ধর্মেন্দ্রর বাড়িতে একটি অ্যাম্বুলেন্স দেখা যেতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সংবাদমাধ্যম মারফত সেই খবর ছড়িয়ে পড়ে।  মাত্র আধ ঘন্টা পরে, অ্যাম্বুলেন্সটি ধর্মেন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় প্রত্যেকেই আরও উদ্বিগ্ন হয়ে পড়ে।  পরে সূত্র মারফত জানা যায়, অ্যাম্বুলেন্সটি ধর্মেন্দ্রর মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছিল। বর্ষীয়ান অভিনেতার দেহ, ভিলে পার্লের পবন হংস শ্মশানে দাহ করা হয়।  

 সূত্রের খবর, দেওল পরিবারের অনুরোধে ১২ নভেম্বর ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া হয় অভিনেতাকে। এরপর ধর্মেন্দ্র তাঁর জুহুর বাসভবনে ছিলে। বাড়িতেই চলছিল চিকিৎসা। জানা যাচ্ছিল, তাঁর অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে । কিন্তু আজ, তাঁর আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত ভক্তরা। তারকাকে শেষ বিদায় জানাতে, শ্মশানে একে একে সমবেত হন তারকা-মহাতারকারা।  জানা গিয়েছে, বড় ছেলে সানি দেওল শেষকৃত্য সম্পন্ন করেন।    

তথ্যসূত্র - এবিপি মাঝা