কলকাতা: SIR নিয়ে কলকাতা হাইকোর্টে করা মামলা মুলতুবি। মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল. 'একই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন', তাই এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ নয়, জানালেন বিচারপতি সুজয় পাল। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের ভিত্তিতে নির্ধারিত হবে হাইকোর্টের মামলার ভবিষ্যত, জানালেন বিচারপতি পাল।
SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই আবহে সম্প্রতি 'SIR' নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আবেদনে বলা হয়, আদালতের নজরদারিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হোক। কেন SIR প্রয়োজন? তা স্পষ্ট করুক কেন্দ্রীয় সরকার। প্রকাশ করা হোক ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা। পাশাপাশি, SIR-এর সময়সীমা বাড়ানোরও আবেদন জানানো হয়। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেছিলেন, নির্বাচন কমিশন তাদের ক্ষমতার প্রয়োগ করেছে। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো এমন বাগযুদ্ধ করছে যে মানুষ ভয় পাচ্ছে। আমাদের লক্ষ্য মানুষের মধ্যে কনফিডেন্স আনা...।
SIR-আবহে সম্প্রতি রাজ্যে আসে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। বৈঠক করেন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও দক্ষিণ ২৪ পরগনার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, কলকাতা দক্ষিণের পারফরম্যান্সে খুশি নয় নির্বাচন কমিশন। এদিকে, BLO দের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। SIR-এর কাজ কোন পর্যায়ে? তা খতিয়ে দেখতে সম্প্রতি রাজ্য়ে আসে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ ৪ জন রয়েছেন সেই দলে। প্রথম ধাপে কলকাতা উত্তর ও দক্ষিণ, এবং দ্বিতীয় ধাপে দক্ষিণ ২৪ পরগনা নিয়ে বৈঠক করে প্রতিনিধি দল। এনুমারেশন ফর্ম নিয়ে কলকাতার পারফরম্যান্স এ খুশি নয় কমিশন। ফর্ম বিলি এখনো অনেক জায়গায় হয়নি কেন, কমিশনের প্রশ্নের মুখে দক্ষিন কলকাতা। আগামী দশ দিনের মধ্যে কাজ শেষ কিরতে নির্দেশ। ডিজিটাইসড প্রক্রিয়ায় বেশ কিছুটা পিছিয়ে কলকাতা। সেই প্রক্রিয়া বি এল ও রা কতটা দ্রুত করতে পারেন সেটা দেখার নির্দেশ।
রাজ্য়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ ৪ জন। রাজ্য়ের জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক (ADM) ও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরাও। মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, রিভিউ মিটিং ছিল। BLO-দের ব্য়াপারটা তো দেখছি। সফ্টওয়ারটা অনেক আপডেটড।