মুম্বই: বিগ বসের ঘর থেকে বার করে দেওয়া হল ইউটিউব সেনসেশন ঢিনচ্যাক পূজাকে। মাত্র সপ্তাহকয়েক আগে বিগ বসে যোগ দেন তিনি।
গতকাল রাতে অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান জানিয়ে দেন, বাদ পড়ার জন্য মনোনীত ৮ প্রতিদ্বন্দ্বীর মধ্যে পূজা জৈন ওরফে ঢিনচ্যাক পূজা বাদ পড়েছেন।
সেলফি ম্যায়নে লে লি আজ ও সোয়াগ ওয়ালি টোপির মত ইউটিউবের একাধিক হিট গানের গায়িকা পূজা অবশ্য জানিয়েছেন, সুযোগ পেলে আবার বিগ বসের ঘরে যাবেন তিনি।
তিনি বলেছেন, বিগ বসে যোগ দিতে পেরে তিনি খুশি। ওই বাড়িতে মানিয়ে নিতে খানিকটা সময় লাগলেও সব মিলিয়ে ভাল লেগেছে তাঁর। তবে ২৪ ঘণ্টা ক্যামেরার সামনে থাকতে অস্বস্তি হত। পরিবারের সঙ্গে দেখা হবে ভেবে ভাল লাগছে আবার বিগ বসের বন্ধুদের ফেলে আসতে হল ভেবে খারাপও লাগছে কিছুটা।
আরও কিছুদিন বিগ বসে থাকতে পারলে ভাল লাগত বলে তিনি মন্তব্য করেছেন।
বিগ বস থেকে বাদ পড়লেন ঢিনচ্যাক পূজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Nov 2017 02:06 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -