আগামী সিনেমা রাঁচি ডায়েরিজ-এর প্রচারে রাঁচি গিয়েছিলেন অনুপম। সেই সময়ই রাঁচিতে ধোনির বাড়িতে যান তিনি।
২০১৬-র বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে মাহির বাবা পান সিংহর ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম।
অনুপম গতকাল ট্যুইটারে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে তাঁকে ধোনি ও তাঁর বাবার সঙ্গে দেখা যাচ্ছে। অনুপমের ট্যুইট, ‘প্রিয় সাক্ষী ও এমএস ধোনি! দারুন আতিথেয়তার জন্য ধন্যবাদ। আপনাদের নতুন বাড়ি খুব সুন্দর। বাবা-মায়ের সঙ্গে দেখা করা সর্বদাই আশীর্বাদের মতো’।
অনুপম আরও লিখেছেন, ‘সাক্ষী ও ধোনির মেয়ে জিভা দারুন বুদ্ধিমতী। ওকে দেখলে মন ভালো হয়ে যায়। ও জাতীয় সঙ্গীত ছাড়াও আরও অনেক গান জোরে জোরে গাইতে পারে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন’।