কলকাতা: বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে 'ধুরন্ধর' (Dhurandhar)। কখনও অক্ষয় খান্না (Akshay Khanna)-র ভাইরাল নাচ, আবার কখনও রণবীর সিংহের (Ranbeer Singh) অভিনয় প্রত্যেকটা বিষয়ই রয়েছে চর্চায়। তবে এই সিনেমা নিয়ে সমালোচনা ও কিছু কম হয়নি। বারে বারেই বলা হয়েছে যে, এই সিনেমায় ভীষণ হিংসাত্বক কিছু দৃশ্য দেখানো হয়েছে। অনেকেই বলেছেন, এই সিনেমা সাধারণ মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এই ছবির ট্রেলার মুক্তির আগেই এই ছবি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ধ্রুব রাঠী (Dhruv Rathee)। আর এবার, সিনেমার মুক্তির পরেও ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় এই ইউটিউবার।

Continues below advertisement

ধ্রুব রাঠী ভীষণ জনপ্রিয় একজন ইউটিউবার। তাঁর চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ভিউজ় দুর্দান্ত। 'ধুরন্ধর'-এর ট্রেলার মুক্তির পরেই তার সমালোচনা করে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তবে সেই ভিডিও ছবির ব্যবসায় প্রভাব ফেলতে পারেনি। বক্সঅফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই সিনেমা। আর এবার, ফের আরেকটি বোমা ফাটিয়েছেন জনপ্রিয় এই ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, '৩০০ কোটি টাকার প্রচারণামূলক ছবিকে শেষ করতে মাত্র ১টি ভিডিও লাগে। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই ভিডিওর পরের ফলাফল এতটাই খারাপ হবে যে তাঁরা এর জন্য প্রস্তুত থাকবেন না। ভিডিওটি আজ রাতে মুক্তি পাচ্ছে।' এই কথা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, একটি ভিডিওতে ধ্রুব রাঠী এমন কী বলবেন যে তা সিনেমার ব্যবসার ওপর প্রভাব ফেলতে পারে।

এর আগে, এই সিনেমার ট্রেলার মুক্তির পরে ধ্রুব রাঠী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আদিত্য ধর বলিউডের চূড়ান্ত খারাপ বলে যদি কিছু থাকে, তার সীমাও পার করে গিয়েছেন। চূড়ান্ত হিংসা, নৃশংসতা, আর অত্যাচারকে তুলে ধরা হচ্ছে তাঁর নতুন সিনেমার ট্রেলারে। এত হিংসা, এত রক্ত, এত নৃশংসতায় ভরা একটা ঝলক দেখা আর আইসিস-এর জঙ্গিদের হত্যালীলা দেখা, ২টোই মোটামুটি সমান। আর এটাকে বিনোদন বলে তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে!'

Continues below advertisement

ধ্রুব রাঠী আরও লেখেন, 'শুধুমাত্র টাকা উপার্জনের জন্য পরিচালক এতটাই লোভী হয়ে উঠেছেন যে, তিনি নতুন প্রজন্মের মধ্যে এতটা বিষ ঢালছেন! অত্যাচার, হিংসা এগুলিকে গৌরবান্বিত করছেন! সেন্সর বোর্ডের ভেবে দেখা উচিত, চুম্বন দেখানো বেশি ক্ষতিকারক নাকি একজন মানুষের জ্যান্ত চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে এটা দেখানো বেশি ক্ষতিকারক'।