কলকাতা: সম্প্রতি, নিধি আগরওয়াল একটি অনুষ্ঠানে গিয়ে অনুরাগীদের ভিড়ে আটকে পড়েছিলেন। বেশ অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। অভিযোগ, সেই ভিড়ের মধ্যে নিধির পোশাক ধরেও টানাটানি করা হয়েছিল। আর এবার কার্যত সেই একই পরিস্থিতিতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। নিধির হেনস্থার বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট তোলপাড় হয়েছিল। আর এবার, হায়দরাবাদের একটি স্টোর লঞ্চে অভিনেত্রী পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। বহু কষ্টে শেষ পর্যন্ত গাড়ি পর্যন্ত পৌঁছতে পারেন সামান্থা।
সদ্যই নতুন জীবন শুরু করেছেন সামান্থা, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিবাহের পরেই তিনি যোগ দিয়েছেন কাজে। আর সেই কাজের সূত্রেই, একটি স্টোর লঞ্চের অনুষ্ঠানে হায়দরাবাদ এসেছিলেন অভিনেত্রী। সেখানে স্টোর লঞ্চের অনুষ্ঠান শেষ করে সামান্থা বেরতেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। একবার তাঁর কাছে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায়, ভিড়ের চাপে সামান্থার শাড়ি ছিঁড়ে যায়। অনেকে ওই ভিড়ের মধ্যে পড়েও যান। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে গাড়িতে উঠে বসেন সামান্থা।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখেই নিন্দার ঝড়। অনেকে লিখেছেন, 'সবার সমস্যা কোথায়?' অনেকে আবার লিখেছেন, 'সবাই এমন পশুর মতো ব্যবহার কেন করছে? মানুষ ধীরে ধীরে কেমন পশুর মতোই আচরণ করছে।' অনুষ্ঠানে যাওয়ার আগে, নিজের ছবি শেয়ার করেছিলেন সামান্থা। সেখানে দেখা গিয়েছিল, কালো আর সোনালি সিল্কের শাড়ি পরেছেন অভিনেত্রী। কানে ভারি সোনার দুল আর ছোট্ট কালো টিপে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। প্রসঙ্গত, এর আগে প্রভাসের আসন্ন ছবি 'দ্য রাজা সাব'-এর গান 'সাহানা সাহানা'-এর লঞ্চ অনুষ্ঠানে নিধি আগরওয়াল। ভিড়ের মধ্যে তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। তবে কোনওমতে সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচান নিধি। এই ঘটনায় আইনি পদক্ষেপ পর্যপ্ত নেওয়া হয়েছিল।
রাজা নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্কের গুঞ্জন ছিল অনেকদিনই। নিজেদের সম্পর্ক নিয়েও তেমন রাখঢাক করেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছবি শেয়ার করে নিতেন তাঁরা। একটা সময়ে, নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ হয়েছিল সামান্থার। তবে সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। আইনিভাবে আলাদা হয়ে যান নাগা আর সামান্থা। এরপরে নাগা চৈতন্য বিয়ে করেন শোভিতা ধূলিপালাকে। অন্যদিকে, নতুন জীবন শুরু করেছেন সামান্থা ও। রাজা নিদিমোরুকে বিয়ে করেছেন তিনি।