মুম্বই : নিজেদের সন্তান জন্ম নেওয়ার ঠিক ২ মাস পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে খবর জানালেন অভিনেত্রী দিয়া মির্জা। তিনি এবং তাঁর ব্যবসায়ী স্বামী বৈভব রেখি, দুজনেই সন্তান-সুখে উচ্ছ্বসিত ও উল্লসিত। দিয়া মির্জা তাঁর টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে কারও মুখই দেখা যাচ্ছে না। শুধু দেখা যাচ্ছে বড়দের হাতে ধরা রয়েছে একেবারে ছোট একটি শিশুর কচি-কচি আঙুল। আর সেই ছবি পোস্টের পাশাপাশি নিজের মনের কথা লিখেছেন 'রহেনা হ্যায় তেরে দিল মে' খ্যাত দিয়া মির্জা।


দিয়া জানিয়েছেন যে, তাঁরা তাঁদের পুত্র সন্তানের নাম রেখেছেন অভিয়ান আজাদ রেখি। দিয়া মির্জা লিখেছেন, 'আমাদের সন্তান নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নিয়েছে গত ১৪ মে। কিন্তু, তারপর থেকেই ও রয়েছে হাসপাতালের আইসিইউ-তে। তার কারণ, এক তো ও নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নিয়েছে। যাকে বলে প্রি ম্যাচিউর বেবি। দুই, ওর জন্মের সময় নানারকম সমস্যা হয়েছিল। ওর জন্মের পর থেকে যেভাবে ডাক্তাররা আর নার্সরা ওর দেখভাল করেছেন, চিকিৎসা করেছেন,  সেজন্য  তাঁদের অনেক-অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে আমাদের ঘরের নতুন অতিথি হয়তো আসতোই না।' 


দিয়া মির্জা আরও লিখেছেন, 'ঠিক এই মুহূর্তে আমার আর বৈভবের মনের অবস্থা আমরা একে-অপরেই শুধু বুঝতে পারছি। যে সমস্যার মধ্যে অভিয়ান আজাদ জন্ম নিয়েছে, তাতে শত কৃতজ্ঞতা চিকিতসকদের জানিয়েও মন ভরছে না। এখন হাড়ে-হাড়ে বুঝতে পারছি বিশ্বাস রাখার দাম কী! আর অভিভাবকত্ব আসলে হয় কী। খুব খুশি লাগছে আজ। খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির নতুন সদস্য তার বাড়ি যাবে। সেখানে তার দাদু-দিদার মতো অপেক্ষা করে আছে ছোট্ট দিদি সামাইরাও। সবাই ওকে কোলে নিয়ে আদর করার জন্য মুখিয়ে রয়েছে।'


এত কিছুর পর নিজের ভক্ত কিংবা শুভান্যুধায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাননি দিয়া মির্জা। তিনি আরও লিখেছেন, 'আমাদের সকল শুভানুধ্যায়ীদের ও অনুরাগীদের বলছি, আপনাদের এই পাশে থাকাটা আমার কাছে বিরাট ব্যাপার। এর গুরুত্ব আমার কাছে অনেক। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এবং আমাদের ভাল কিছুর জন্য প্রার্থনা করেছেন, তাতে আমরা অভিভূত।'