মুম্বই: পুরনো দিনের সুপারহিট ছবি মাদার ইন্ডিয়া-র আসল পোস্টার কিনলেন দিয়া মির্জা। নিলামে ১,৪৫০০০ টাকা দিয়ে পোস্টারটি কিনেছেন তিনি।
সঞ্জয় দত্তের জীবনের ওপর তৈরি হওয়া ছবি সঞ্জু-তে দিয়া সঞ্জয়ের স্ত্রী মান্যতার চরিত্রে রয়েছেন। সঞ্জয়ের মা নার্গিস দত্ত অভিনীত মাদার ইন্ডিয়া-র পোস্টার সঞ্জয়কে উপহার দিতে চান তিনি।
ব্যাঙ্ককে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব আইফা চলাকালীন এই নিলাম ডেকেছিল ওসিয়ন্স নিলাম ঘর। তখনই দিয়া এই পোস্টারটি কেনেন। ১৯৫৭-য় তৈরি ছবি মাদার ইন্ডিয়া-র এই পোস্টারের যথেষ্ট চাহিদা ছিল কিন্তু শেষমেষ শিকে ছেঁড়ে তাঁর ভাগ্যে।
অনিল কপূর ওই নিলাম থেকে ২,১০০০০ টাকায় কেনেন মুঘল ই আজম ছবির পোস্টার।
উপহার দেবেন সঞ্জয় দত্তকে, মাদার ইন্ডিয়া ছবির আসল পোস্টার কিনলেন দিয়া মির্জা
ABP Ananda, Web Desk
Updated at:
28 Jun 2018 09:12 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -