কলকাতা: কলকাতায় তাঁর বাড়ি, কিন্তু তিনি মুম্বইকে বলেন নিজের শহর। এই শহরই তাঁকে দিয়েছে প্রথম কাজ, পরিচিতি। আর সেই কাজের মধ্যে সামপ্রতিক কাজ হল, 'আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক' (IC 814: The Kandahar Hijack)। এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। দিব্যেন্দু ভট্টাচার্য্য (Dibyendu Bhattacharya)। চরিত্র ছোট হলেও মনে দাগ কেটে গিয়েছে তাঁর কাজ। কিন্তু কেন তিনি রাজি হয়েছিলেন এই ছবিতে অভিনয় করতে?


প্রশ্নটা দিব্যেন্দু ভট্টাচার্য্যের কাছে রাখতেই, তিনি হেসে উত্তর দিলেন, এই প্রশ্নটাই আমি করেছিলাম পরিচালক অনুভব সিংকে। 'হোয়াই মি? আমার তো খুব একটা বেশি কিছু করার নেই।' পরিচালক বলেছিলেন, 'আমি এমন একটা সম্মিলিত কাস্টিং চাইছি যেটা দেখে মানুষ বুঝতে পারে ঘটনাটা কত বড় পরিধিতে হচ্ছে। আসলে হাইজ্যাক তো সবাই দেখায়। কিন্তু এই ছবিটার মধ্যে দিয়ে ঘটনার গভীরতাটাকে তুলে ধরা হয়েছে। একটা হাইজ্যাক ঘিরে কী কী রাজনৈতিক চক্রান্ত হয়েছে, কীভাবে পদক্ষেপ নিতে দেরি করা হয়েছে, সবটাই তুলে ধরা হয়েছে। সেই কারণেই হয়তো পরিচালকের মনে হয়েছে, আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে এই ছবিতে কাজ করার আকর্ষণ ছিল অন্য।'


সেটা কী? দিব্যেন্দু বলছেন, 'এই ছবিতে যাঁরা কাজ করছেন, পঙ্কজ কাপুর (Pankaj Kapur), নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) প্রত্যেকে আমার শিক্ষক। এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা আমার সিনিয়র। তাঁদের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে তো একটা বিরাট পাওয়া বটেই। আমি সিরিজের গুরুত্বটা বুঝতে পেরেছিলাম। শ্যুটিংয়ের অভিজ্ঞতা ছিল দুর্দান্ত.. সেটাই অনেক বড় পাওয়া। ধরুন আমরা জর্ডনে শ্যুটিং করতে গিয়েছি। কাজের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি, ডেড সি-তে গিয়ে শুয়ে থাকছি.. এগুলো তো খুব বড় পাওয়া। অনুপম ত্রিপাঠির সঙ্গে দেখা হল.. সবাই মিলে একসঙ্গে কাজ, তার ফাঁকে ফাঁকে চলতে থাকা ফুটবল থেকে শুরু করে দেশ-বিদেশ, রান্নাবান্না সমস্ত রকম আলোচনা। অনুভব সিংহ খুব খেতে ভালবাসেন। আমরাও তাই। জর্ডনে গিয়ে সেখানকার সেরা মিষ্টি-কাবাব খাচ্ছি। মুম্বইতে কাজ করার সময় বারাণসী-লখনউ থেকেও খাবার আনানো হয়েছে। আমি চিরকাল মনে করি.. সিনেমা একটা সেলিব্রেশন। আমার মনে হয় যতটা হালকাভাবে কাজ করা যায়, সিনেমা তত ভাল হয়। মুম্বইতে শ্যুটিং করার সেই মজাটা রয়েছে।'