নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট, আর তা ঘিরেই তোলপাড়। বৃহস্পতিবার সকালে নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে এক খুদে কন্যার ছবি পোস্ট করেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। এক মিষ্টি গোলাপী পোশাকে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছে একরত্তি (baby girl posing)। সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা। জল্পনা এই একরত্তি কি তবে আলিয়া-রণবীর (Alia-Ranbir) কন্যা রাহা (Raha Kapoor)? পুঁচকের প্রথম ছবি এল প্রকাশ্যে?


আলিয়ার পোস্টে তোলপাড়


আলিয়া ভট্টের একটা পোস্ট, তাতেই জল্পনার শুরু। প্রসঙ্গত, কেউ যদি খানিক বুদ্ধি খাটিয়ে আলিয়া ভট্টের ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুঁ দেন, তাহলে দেখা যাবে একাধারে তিনটি ছবি পোস্ট করেছেন তিনি পরপর। আলিয়া ভট্টের নিজের একটি পোশাকের ব্র্যান্ড আছে যেখানে শিশুদের পোশাক তৈরি হয়। নরম কাপড়, প্লাস্টিক মুক্ত, ভেগান কাঁচামাল দিয়ে তৈরি হয় সেই পোশাক। ব্র্যান্ডের নাম 'এড-এ-মাম্মা'। সেই ব্র্যান্ডের ফটোশ্যুট থেকেই ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে উৎফুল্ল অনুরাগীদের ছবির সঙ্গে ক্যাপশন পড়ার মতো ধৈর্য্য ছিল না প্রথমেই, তা কমেন্ট পড়লেই স্পষ্ট হবে। 


 






অনুরাগীদের একাংশ ধরেই নিয়েছিল যে ছবিতে খুদে হল রাহা কপূর। অনেকেই কমেন্ট করেন, 'এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম এটা পুঁচকে রাহা'। অপর একজন লেখেন, 'সকলেই ভেবেছে এটা রাহা... একটা ডিসক্লেইমার দিয়ে দেওয়া উচিত ছিল।' অপর একজন অবশ্য লিখেছেন, 'যাঁরা যাঁরা ভেবেছিলেন এটা রাহার ছবি, তাঁরা প্লিজ মনে রাখবেন তিন মাসের পুঁচকে এভাবে সোজা বসতে পারে না।'


আরও পড়ুন: New Web Series: মোবাইলে শ্যুট, টানটান থ্রিলার, আসছে নতুন ওয়েব সিরিজ 'বারাণসী জংশন'


গত বছর ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। এরপর সেপ্টেম্বর মাসে মুক্তি পায় তাঁদের একসঙ্গে প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'। এরপর ৬ নভেম্বর তারকা দম্পতির কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। নাম রাখা হয় রাহা। পুঁচকেকে এখনও নেটিজেনরা দেখেননি, তাই আলিয়ার পোস্ট সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য আলিয়া ভট্টের এই পোশাকের ব্র্যান্ড অন্তঃসত্ত্বা মহিলাদের পোশাকও তৈরি করে।