মুম্বই:  অল্প কয়েকদিনের মধ্যেই বলিউডে পা রাখতে চলেছেন সেফ আলি খান এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। ছবি, কার বিপরীতে সারা অভিনয় করবেন, সমস্ত কিছুই চূড়ান্ত হয়ে গেছে। ছবির পরিচালকের সঙ্গে সারাকে দিন কয়েক আগে কেদারনাথে গিয়ে পুজো দিতেও দেখা যায়। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই আচমকাই মেয়ের বলিউডে পা রাখা নিয়ে কিছুটা নেতিবাচক মন্তব্য করে ফেলেন সেফ।

সেফ, চিরকালই মনে মনে যা ভেবেছেন, সেকথা বলাতেই বেশি বিশ্বাসী। তাই তিনি নিজে বিনোদন জগতের হয়েও, তাঁর মা, বোন, এমনকি প্রাক্তন এবং বর্তমান স্ত্রী এই দুনিয়ার হলেও, তিনি বলেন সারা কেন বলিউডে আসছেন তিনি বুঝতে পারছেন না। সেফের কথায়, সারা নিউইয়র্কে যেখানে পড়াশোনা করেছে, সে বরং সেখানে থেকেই অন্য কিছু করতে পারত।এই কাজকে এতটুকু ছোট না করেই, সেফ বলেন, এমন অনিশ্চিত জগতে নিজের সন্তান পা বাড়াক সেটা বোধহয় কোনও বাবা-মা চান না। যদিও এই মন্তব্যের পর ফের পাল্টি খেয়ে সেফ, বলেন তিনি যেটা বলতে চেয়েছেন সেটা বিকৃত করা হয়েছে। তিনি সারার সমস্ত সিদ্ধান্তেই তাঁর পাশে ছিলেন এবং থাকবেন। যেহেতু তিনি সারাকে ভালবাসেন, তাই তিনি তার জন্যে চিন্তিত।

তবে সেফ-এর এই মন্তব্যের পরও ঝড় যে থামেনি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সূত্রের খবর, এই মন্তব্যের জন্যে প্রাক্তন স্বামীর ওপর মারাত্মক চোটেছেন সেফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংহ। জানা গিয়েছে, অমৃতা বলেছেন, যখন এই গ্ল্যামার দুনিয়ায় আর কয়েকদিনের মধ্যেই পা রাখতে চলেছেন সারা, সেখানে এধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। তবে এই বিষয় নিয়ে কোনওভাবেই নিজের প্রাক্তন স্ত্রী সঙ্গে এইমুহূর্তে সংঘাতে যেতে চান না সেফ। তাই তিনি বলেন, তাঁর দেওয়া একটি সুন্দর সাক্ষাত্কার থেকে শুধুমাত্র একটি লাইন তুলে নিয়ে সেটা বিকৃত করা হয়েছে।

আর কয়েকদিনের মধ্যেই ছবির শ্যুটিং শুরু করছেন সারা। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। ছবি পরিচালনা করছেন অভিষেক কপূর। এবছরের শেষ দিকেই ছবির শ্যুটিং শুরু হবে।