মুম্বই: ‘বেবি ডল মে সোনে কি’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তারপর থেকে তাঁকে ঘিরে চর্চার রসদের অভাব হয়নি। এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন সানি। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। ছবিতে দেখা যাচ্ছে, কোনও কিছু একটা দেখে বিস্মিত সানি। ছবি পোস্ট করে সানি লিখেছেন, কী ক্যাপশন দেব, খুঁজে পাচ্ছি না।
মাত্র এক ঘন্টার মধ্যে ১ লক্ষ বার ছবিটি দেখা হয়েছে। সানি বর্তমানে এমটিভি-র স্পটভিলার শ্যুটিংয়ে ব্যস্ত।
রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে ভারতের বিনোদন জগতে এসেছিলেন সানি। জিসম ২ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। খুব শীঘ্রই তাঁকে ‘বাদশাহী’, ‘তেরা ইন্তেজার’ –এ দেখা যাবে।