নয়াদিল্লি: চলতি মরসুমের 'কান চলচ্চিত্র উৎসব' (Cannes Film Festival) চলছে। ১৬ মে থেকে শুরু হওয়া উৎসব চলবে ২৭ মে পর্যন্ত। আর এই উৎসবে তারকাদের পোশাক (celebrity outfits) নিয়ে বেশ শোরগোল পড়ে প্রত্যেক বছরই। এবারও তার অন্যথা হয়নি। আর এই আবহেই বেশ কিছু পুরনো ছবি পোস্ট করে কী মন্তব্য করলেন পরিচালক নন্দিতা দাশ (Nandita Das)? 


সোশ্যাল মিডিয়ায় নস্ট্যালজিক নন্দিতা দাশ


গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নন্দিতা দাশ। সেখানে বিগত কিছু বছরে 'কান' উৎসবে তোলা তাঁর নিজের কিছু ছবি দেখা যায়। ক্যাপশনে লিখলেন, 'দুঃখের ব্যাপার এই বছর কানস মিস করছি। কখনও কখনও মানুষ ভুলে যান যে এটা চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়! আমি যে দুর্দান্ত সিনেমাগুলি সেখানে দেখেছি বা যে কথোপকথনগুলো হয়েছে বা 'মান্টো' সেখানে প্রিমিয়ার করার সময়ে আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে পারব না বা তা আমি আপনাদের দেখাতে পারব না, সেই কারণে এখানে বিভিন্ন বছরের কানের কয়েকটি ছবি পোস্ট করলাম। এবং এর মধ্যে শাড়ি পরা ছবিগুলিই কেবল দিলাম, কারণ 'যে তারকারা কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরেন' তাঁদের নিয়ে বেশ আলোচনা হয়। তবে নিশ্চিতভাবে এটা আমার সবচেয়ে পছন্দের পোশাক। সাধারণ, মার্জিত এবং ভারতীয়। পরতেও সুবিধাজনক। প্রত্যেকটা ছবির নেপথ্যে একটা করে দুর্দান্ত গল্প আছে, কিন্তু সেগুলি সবই খুব বড়। ফলে ছবিগুলি থেকে নিজেদের মনের মতো গল্প তৈরি করতে পারেন। এবং মনে হয় ছবিগুলি ২০০৫, ২০১৩, ২০১৬-২০১৮ সালের।'


 






তাঁর থ্রোব্যাক ছবিগুলিতে দেখা গেল রসিকা দুগল, সলমা হায়েক, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জ্যাভিয়ার বার্দেমজ, দিব্যা দত্ত প্রমুখদের সঙ্গে পোজ দিয়েছেন নন্দিতা। তবে পরিচালকের 'কানস চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়' নজর কেড়েছে সকলের। 


আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?


প্রসঙ্গত, এই বছরের 'কান চলচ্চিত্র উৎসব'-এ রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান, ঊর্বশী রাউতেলা, মানুষী চিল্লর, ঐশ্বর্য রাই বচ্চন, ম্রুণাল ঠাকুর, এষা গুপ্তা প্রমুখরা।