দীপিকাকে খুশি করতে ক্যাটরিনার সঙ্গে এ কী করলেন রণবীর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2017 09:40 AM (IST)
মুম্বই: দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের ঠান্ডা সম্পর্কের কথা সকলের জানা।কিন্তু শুধু সেই কারণে ক্যাটরিনার সঙ্গে এমনটা করতে পারলেন রণবীর সিংহ? অশান্তির শুরু আর এক রণবীর, রণবীর কপূরকে নিয়ে। দীপিকার সঙ্গে প্রেম করতে করতেই নাকি ক্যাটরিনা কাইফের সঙ্গেও ঘনিষ্ঠ হতে শুরু করেন রণবীর। হাতে নাতে ধরে ফেলেন দীপিকা। সম্পর্কে দাঁড়ি টেনে দেন সেখানেই। এর মধ্যে একের পর এক হিট ছবি দিয়ে কেরিয়ারের মগডালে তরতরিয়ে পৌঁছে গিয়েছেন দীপিকা, রণবীরের কেরিয়ার গোঁত্তা খেয়েছে, ক্যাটেরও দীর্ঘদিন কোনও হিট ছবি নেই। দীপিকা এখন প্রেম করছেন রণবীর সিংহের সঙ্গে। এই রণবীরের কাছে প্রস্তাব আসে বার বার দেখো-র পরিচালক নিত্য মেহরার নয়া ছবিতে কাজ করার জন্য, বিপরীতে থাকবেন ক্যাটরিনা। কিন্তু রণবীর ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব। শোনা যাচ্ছে, দীপিকাকে খুশি করতেই তাঁর ক্যাটের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত। এমনিতে রণবীর সিংহ ও ক্যাটরিনার সম্পর্ক খারাপ নয়। ইনস্টাগ্রামে রণবীরকে ফলোও করেন ক্যাট। ছবি প্রত্যাখ্যানের বিষয়টি অবশ্য রণবীরের মুখপাত্র উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, দীপিকার জন্য রণবীর ক্যাটরিনার সঙ্গে কাজ করতে চাননি-এ কথায় কোনও সত্যতা নেই।