মুম্বই: সলমন খানের বোন অর্পিতা খান শর্মা যে তাঁর তিন দাদার চোখের মণি সেটা, অর্পিতার বিয়ের সময়ই বোঝা গিয়েছিল। হায়দরাবাদের ফলকনামা প্রাসাদে অর্পিতার বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন দেখেই বোঝা গিয়েছিল, ছোট বোনকে চোখে হারান সলমন। এবার না না মহলে জল্পনা শোনা যাচ্ছে বোনকে ফ্ল্যাট উপহার দিয়েছেন সলমন। সূত্রের খবর, সেই ফ্ল্যাটের আনুমানিক মূল্য ২৫ কোটি।
মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা বান্দ্রায় ফ্লাইং কার্পেট নামের একটি বিল্ডিংয়ে নতুন এই ফ্ল্যাট কিনেছেন অর্পিতা এবং আয়ুষ। ডুপ্লে ফ্ল্যাটটির আয়তন চার হাজার স্কোয়্যার ফুট। বিভিন্ন নির্মাতা সূত্রে খবর, ওই এলাকায় প্রতি স্কোয়্যার ফুটের দাম ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকার আশেপাশে। তাহলে ফ্ল্যাটটির আনুমানিক মূল্য দাঁড়াচ্ছে ২৫ কোটি টাকা।
এপ্রসঙ্গে অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি অর্পিতা। তবে বিভিন্ন নির্মাণ সংস্থার দাবি, এই প্রপার্টি কিনতে অর্পিতাকে সাহায্য করেছেন তাঁর ভাইজান। তবে অর্পিতা-আয়ুষের এক বন্ধুর দাবি, এই ফ্ল্যাট তাঁরাই কিনেছেন। সলমনের এখানে কোনও ভূমিকা নেই।
তবে বোনকে এর আগেও বহুবার না না ভাবে আদর দিয়েছেন সলমন। গতবছর অর্পিতার ছেলে আহিল হাসপাতাল থেকে বাড়ি আসতে ভাগ্নেকে একটি বিএমডব্লু উপহার দিয়েছিলেন সলমন।
বোন অর্পিতাকে বান্দ্রায় ২৫ কোটির ফ্ল্যাট দিয়েছেন সলমন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2017 11:29 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -